নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ ও নিপুণকে চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন আপিল বিভাগ। নিপুণের বিরুদ্ধে জায়েদ খানের আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
এদিকে আদেশের পর চিত্রনায়িকা নিপুণের পক্ষে থাকা ব্যারিস্টার রুকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশ চেম্বার আদালত স্থগিত করেছিলেন। তাতে নিপুণ পদে বসা ছিল। এখনো তাই থাকবে।’
তবে চিত্রনায়ক জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, ‘চার সপ্তাহের জন্য আবেদন স্ট্যান্ডওভার রেখেছেন। নিপুণকে লিভ টু আপিল করতে বলেছেন। আর চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। তার মানে জায়েদ খান দায়িত্ব পালন করতে পারবেন।’
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল গত ২ মার্চ যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। এরপর ৩ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করেন নিপুণ আক্তার। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪ এপ্রিল শুনানির জন্য পাঠান।
তবে চেম্বার আদালতের আদেশের পর চেয়ারে বসার অভিযোগ তোলে নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দেন।
এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গত ৭ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সোহানুর রহমান সোহান, নিপুণ আক্তারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
তবে নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ জারি করা হয়। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে হাইকোর্টকে এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।
ওই নির্দেশ অনুযায়ী রুল নিষ্পত্তি করে ২ মার্চ রায় দেন হাইকোর্ট। রায়ে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছিল আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে। ৬ ফেব্রুয়ারি নির্বাচিতরা শপথও গ্রহণ করেন। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ ও নিপুণকে চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন আপিল বিভাগ। নিপুণের বিরুদ্ধে জায়েদ খানের আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
এদিকে আদেশের পর চিত্রনায়িকা নিপুণের পক্ষে থাকা ব্যারিস্টার রুকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশ চেম্বার আদালত স্থগিত করেছিলেন। তাতে নিপুণ পদে বসা ছিল। এখনো তাই থাকবে।’
তবে চিত্রনায়ক জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, ‘চার সপ্তাহের জন্য আবেদন স্ট্যান্ডওভার রেখেছেন। নিপুণকে লিভ টু আপিল করতে বলেছেন। আর চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। তার মানে জায়েদ খান দায়িত্ব পালন করতে পারবেন।’
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল গত ২ মার্চ যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। এরপর ৩ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করেন নিপুণ আক্তার। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪ এপ্রিল শুনানির জন্য পাঠান।
তবে চেম্বার আদালতের আদেশের পর চেয়ারে বসার অভিযোগ তোলে নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দেন।
এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গত ৭ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সোহানুর রহমান সোহান, নিপুণ আক্তারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
তবে নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ জারি করা হয়। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে হাইকোর্টকে এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।
ওই নির্দেশ অনুযায়ী রুল নিষ্পত্তি করে ২ মার্চ রায় দেন হাইকোর্ট। রায়ে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছিল আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে। ৬ ফেব্রুয়ারি নির্বাচিতরা শপথও গ্রহণ করেন। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে