Ajker Patrika

রাজধানীর খিলক্ষেতে বিদেশি মদসহ গ্রেপ্তার ৪

উত্তরা প্রতিনিধি, ঢাকা 
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে বিদেশি মদসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. সুজন মিয়া (১৯), সানোয়ার হোসেন (২৬), সামুয়েল রোংমা (২৪) ও মো. রায়হান মিয়া (২০)।

খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকা থেকে গতকাল শুক্রবার তাদেরকে গ্রেপ্তারের পর আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নিকুঞ্জ-২ এলাকার রাজউক ট্রেড সেন্টারের সামনে থেকে ২২ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা পলাতক এক ব্যক্তির সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের বিদেশি মদ খিলক্ষেত এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজন ও পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার হওয়া চার জনকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত