ঢামেক প্রতিনিধি
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজিব হাওলাদার (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঢামেকে রিকশাচালককে নিয়ে আসা পথচারী মো. সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে ওই রিকশাচালক যাত্রী নিয়ে বঙ্গভবনের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। তখন রিকশাচালক ছিটকে পরে আহত হয়। দ্রুত কয়েকজন তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে রিকশার যাত্রী অক্ষত আছে।’
হাসপাতালে আসা রাজিবের বাবা রিপন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুলগ্রাম ডাসার এলাকায়। বর্তমানে সবুজবাগ মাদারটেক সরকারপাড়া এলাকায় থাকেন। বিকেলে জানতে পারেন বাসের ধাক্কায় আহত হয়ে রাজিব হাসপাতালে আছেন। পরে হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, পল্টন এলাকা থেকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, ওই যুবক অটোরিকশা চালক ছিলেন। রিকশা চালিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কা আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজিব হাওলাদার (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঢামেকে রিকশাচালককে নিয়ে আসা পথচারী মো. সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে ওই রিকশাচালক যাত্রী নিয়ে বঙ্গভবনের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। তখন রিকশাচালক ছিটকে পরে আহত হয়। দ্রুত কয়েকজন তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে রিকশার যাত্রী অক্ষত আছে।’
হাসপাতালে আসা রাজিবের বাবা রিপন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুলগ্রাম ডাসার এলাকায়। বর্তমানে সবুজবাগ মাদারটেক সরকারপাড়া এলাকায় থাকেন। বিকেলে জানতে পারেন বাসের ধাক্কায় আহত হয়ে রাজিব হাসপাতালে আছেন। পরে হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, পল্টন এলাকা থেকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, ওই যুবক অটোরিকশা চালক ছিলেন। রিকশা চালিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কা আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দুদক বলছে, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচার করেন সজীব ওয়াজেদ জয়। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা।
১৩ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বাড়ানো ও নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণে আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি
১৮ মিনিট আগেমিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভুট্টার বীজবোঝাই ট্রাকের চাকা খুলে সার্ভিস লেনে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাসের সহকারী সুজন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাটের বাতাসন ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেএকই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।
৪২ মিনিট আগে