ঢামেক প্রতিবেদক
রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রামপুরা হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান বলেন, হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তাঁর মাথা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওই বাসের কোনো লুকিং গ্লাস ছিল না। মোটরসাইকেলচালক বারবার হর্ন দেওয়া সত্ত্বেও বাসের চালক শোনেননি। তাঁকে অনেক আগে থেকেই ফুটপাতের দিকে চাপ দেওয়া হয়। পরে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হন।
নিহত আলী হোসেনের ভাই মো. আলম তালুকদার বলেন, তাঁদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তাঁর ভাই বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকতেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হিসাবরক্ষকের কাজ করতেন। আগে ডেইলি বাংলাদেশ পত্রিকায় কাজ করতেন। সাত-আট মাস আগে বিয়ের কাবিন হয় তাঁর। ছয় ভাই এক বোনের মধ্যে আলী হোসেন সবার ছোট।
রামপুরা থানার উপপরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, বিকেলে হাজীপাড়া এলাকায় রমজান পরিবহনের চাপায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।
রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রামপুরা হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান বলেন, হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তাঁর মাথা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওই বাসের কোনো লুকিং গ্লাস ছিল না। মোটরসাইকেলচালক বারবার হর্ন দেওয়া সত্ত্বেও বাসের চালক শোনেননি। তাঁকে অনেক আগে থেকেই ফুটপাতের দিকে চাপ দেওয়া হয়। পরে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হন।
নিহত আলী হোসেনের ভাই মো. আলম তালুকদার বলেন, তাঁদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তাঁর ভাই বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকতেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হিসাবরক্ষকের কাজ করতেন। আগে ডেইলি বাংলাদেশ পত্রিকায় কাজ করতেন। সাত-আট মাস আগে বিয়ের কাবিন হয় তাঁর। ছয় ভাই এক বোনের মধ্যে আলী হোসেন সবার ছোট।
রামপুরা থানার উপপরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, বিকেলে হাজীপাড়া এলাকায় রমজান পরিবহনের চাপায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।
রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
২৯ মিনিট আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
১ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন...
২ ঘণ্টা আগে