নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। এ সময় আগে থেকেই শাহবাগ থানার প্রবেশ গেট বন্ধ করে সামনে অবস্থান নেয় পুলিশ। ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন শিক্ষার্থী। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করেন।
এ সময় ‘শিক্ষার্থীরা উদ্যানে মানুষ মরে শাহবাগ থানা কী করে’; ‘আমার ভাই কবরে, শাহবাগ থানা কী করে’; ‘বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, সোহরাওয়ার্দী উদ্যান একটি অরক্ষিত জায়গা। সেখানে প্রশাসনের উদাসীনতায় নানা ধরনের অপরাধ হতো। যার পরিণতি দেখা গেল সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে।
তাঁরা বলেন, সাম্য হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাম্য হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টায় শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। এ সময় আগে থেকেই শাহবাগ থানার প্রবেশ গেট বন্ধ করে সামনে অবস্থান নেয় পুলিশ। ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন শিক্ষার্থী। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করেন।
এ সময় ‘শিক্ষার্থীরা উদ্যানে মানুষ মরে শাহবাগ থানা কী করে’; ‘আমার ভাই কবরে, শাহবাগ থানা কী করে’; ‘বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, সোহরাওয়ার্দী উদ্যান একটি অরক্ষিত জায়গা। সেখানে প্রশাসনের উদাসীনতায় নানা ধরনের অপরাধ হতো। যার পরিণতি দেখা গেল সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে।
তাঁরা বলেন, সাম্য হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাম্য হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আইথর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আবুল কালাম (৩৫) ওই গ্রামের মৃত লালু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত আবুল কালামের বড় ভাই শাহ আলমও (৪০) গুরুতর আহত হয়েছেন।
১২ মিনিট আগেজনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা নিশ্চিতের মাধ্যমে তাঁদের মন জয় করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এ দেশের মানুষের জন্য ইতিবাচক কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।’
২৯ মিনিট আগেআজ রোববার বেলা ৩টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার আশরাফ আলী বলেন, ‘ভারত সরকারের নিষেধাজ্ঞার পর সকাল থেকে কোনো তৈরি পোশাকশিল্পের পণ্য ভারতে ঢোকেনি। বেশ কিছু ট্রাক বন্দর ও বন্দরের সড়কে আটকা পড়েছে।’
১ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে