Ajker Patrika

চটপটি বিক্রেতার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
চটপটি বিক্রেতার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক চটপটি বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার এ ঘটনা ঘটে।

আটককৃত মো. ইউসুফ (৩৮) গাজীপুর জেলা কালিগঞ্জ থানার হরিদাসপুর গ্রামের রফিকুলের ছেলে। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে চটপটি বিক্রি করতেন।

জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা দিনমজুর এবং মা পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। বাবা-মা কাজের জন্য চলে গেলে পাশের বাসার অন্য শিশুদের সঙ্গে দুপুরে খেলতে যায়। এ সময় ইউসুফ জোর করে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী শিশুটি চিৎকার করলে, ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন তিনি।

এরপর মা-বাবা কাজ থেকে বাসায় আসলে এসব কথা শুনে সন্ধ্যায় ইউসুফের কাছে বিষয়টি জানতে যান। এ সময় ওই এলাকার সোহাগসহ কয়েকজন মিলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এরই একপর্যায়ে স্থানীয় কেউ একজন ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থল থেকে ইউসুফকে আটক করে আশুলিয়া থানা-পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সুব্রত রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত