নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রমনা থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাসা থেকে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম কামরুন নাহার (৪৪)। আজ সোমবার বেলা তিনটার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া স্বামী রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৩-এর কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। তিনি জানান, পরিবার নিয়ে রমনা ইস্টার্ন হাউজিংয়ে একটি বাড়ির তৃতীয় তলার থাকেন। তাঁদের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আবুল কালাম আজাদ আরও জানান, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। দুই মেয়ে কলেজে ছিল। চার বছরের একমাত্র ছেলে বাসায় ছিল। চার বছরের ছেলের ফোন পেয়ে বাসায় গিয়ে দেখেন, তাঁর স্ত্রী কামরুন নাহার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বামী আবুল কালাম আজাদ দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী রোগাক্রান্ত ছিলেন। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই গৃহবধূকে তাঁর স্বামী রাজস্ব কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য থানা-পুলিশকে জানানো হয়েছে।
সরকারি কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ‘লাশ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল রয়েছে। থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।’
রাজধানীর রমনা থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাসা থেকে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম কামরুন নাহার (৪৪)। আজ সোমবার বেলা তিনটার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া স্বামী রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৩-এর কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। তিনি জানান, পরিবার নিয়ে রমনা ইস্টার্ন হাউজিংয়ে একটি বাড়ির তৃতীয় তলার থাকেন। তাঁদের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আবুল কালাম আজাদ আরও জানান, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। দুই মেয়ে কলেজে ছিল। চার বছরের একমাত্র ছেলে বাসায় ছিল। চার বছরের ছেলের ফোন পেয়ে বাসায় গিয়ে দেখেন, তাঁর স্ত্রী কামরুন নাহার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বামী আবুল কালাম আজাদ দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী রোগাক্রান্ত ছিলেন। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই গৃহবধূকে তাঁর স্বামী রাজস্ব কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য থানা-পুলিশকে জানানো হয়েছে।
সরকারি কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ‘লাশ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল রয়েছে। থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মু (২৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
৩ মিনিট আগেরংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।বুধবার (১৪ মে) সকাল দশটা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চল
৭ মিনিট আগেবৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় রাজধানীর বংশাল থানায় করা এক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনকে নতুন
১৩ মিনিট আগেগাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দুইটায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়া বিথী এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে