Ajker Patrika

রমনায় কর কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২১: ২৩
রমনায় কর কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রমনা থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাসা থেকে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম কামরুন নাহার (৪৪)। আজ সোমবার বেলা তিনটার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া স্বামী রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৩-এর কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। তিনি জানান, পরিবার নিয়ে রমনা ইস্টার্ন হাউজিংয়ে একটি বাড়ির তৃতীয় তলার থাকেন। তাঁদের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

আবুল কালাম আজাদ আরও জানান, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। দুই মেয়ে কলেজে ছিল। চার বছরের একমাত্র ছেলে বাসায় ছিল। চার বছরের ছেলের ফোন পেয়ে বাসায় গিয়ে দেখেন, তাঁর স্ত্রী কামরুন নাহার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গৃহবধূর স্বামী আবুল কালাম আজাদ দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী রোগাক্রান্ত ছিলেন। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই গৃহবধূকে তাঁর স্বামী রাজস্ব কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য থানা-পুলিশকে জানানো হয়েছে। 

সরকারি কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ‘লাশ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল রয়েছে। থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত