ঢামেক প্রতিনিধি
রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একটি বাসা থেকে দুই শিশুসন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
মৃতরা হলো মা হাসিনা বেগম (২৭) এবং দুই শিশুসন্তান সাদিয়া হোসেন ছোঁয়া (৩) ও সিয়াম হোসেন সায়মন (৬ মাস)।
পুলিশের ধারণা, হাসিনা বেগম দুই শিশুসন্তানকে গলা টিপে হত্যার পর আত্মহত্যা করেছেন।
হাজারীবাগ থানার (পরিদর্শক তদন্ত) হুমায়ুন কবির জানান, হাজারীবাগ গদিঘর এলাকার একটি বাসা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শিশু দুটির মা হাসিনা বেগম তাদের গলা টিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এদিকে সাদিয়া বেঁচে আছে ভেবে তার বাবা গাড়িচালক সাদ্দাম হোসেন তাকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সাদ্দাম হোসেন বলেন, তিনি হাজারীবাগের রায়েরবাজার গদিঘর এলাকায় একটি তিনতলা বাসার তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া থাকেন। তিনি রেন্ট-এ কারের গাড়ি চালান। হাসিনা বেগম গৃহিণী ছিলেন।
তিনি জানান, ছেলে সালমান হোসেন (৮) দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সাদিয়ার বয়স তিন বছর এবং সিয়ামের বয়স ৬ মাস।
সাদ্দাম বলেন, ‘সন্ধ্যার দিকে পাশের ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে বাসায় এসে দেখি হাসিনা ফ্যানের সঙ্গে ঝুলতেছিল, দুই সন্তান বিছানায় পড়ে ছিল। বড় ছেলে সালমান কোচিং সেন্টারে ছিল। এ সময় সাদিয়া নড়াচড়া করছিল দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।’ সাদ্দামের ধারণা, দুই সন্তানকে হত্যা করে তাদের মা আত্মহত্যা করেছেন।
সাদ্দাম হোসেন বলেন, ‘ছোট ছেলের শুধু ঠান্ডা লাগে। এ বিষয় নিয়ে বিকেলে স্ত্রী হাসিনার সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর আমি বাসা থেকে বের হয়ে যাই। পরে সন্ধ্যায় খবর পেয়ে বাসায় আসি।’
সাদ্দামের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার চরবাঁচামরা গ্রামে।
রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একটি বাসা থেকে দুই শিশুসন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
মৃতরা হলো মা হাসিনা বেগম (২৭) এবং দুই শিশুসন্তান সাদিয়া হোসেন ছোঁয়া (৩) ও সিয়াম হোসেন সায়মন (৬ মাস)।
পুলিশের ধারণা, হাসিনা বেগম দুই শিশুসন্তানকে গলা টিপে হত্যার পর আত্মহত্যা করেছেন।
হাজারীবাগ থানার (পরিদর্শক তদন্ত) হুমায়ুন কবির জানান, হাজারীবাগ গদিঘর এলাকার একটি বাসা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শিশু দুটির মা হাসিনা বেগম তাদের গলা টিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এদিকে সাদিয়া বেঁচে আছে ভেবে তার বাবা গাড়িচালক সাদ্দাম হোসেন তাকে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সাদ্দাম হোসেন বলেন, তিনি হাজারীবাগের রায়েরবাজার গদিঘর এলাকায় একটি তিনতলা বাসার তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া থাকেন। তিনি রেন্ট-এ কারের গাড়ি চালান। হাসিনা বেগম গৃহিণী ছিলেন।
তিনি জানান, ছেলে সালমান হোসেন (৮) দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সাদিয়ার বয়স তিন বছর এবং সিয়ামের বয়স ৬ মাস।
সাদ্দাম বলেন, ‘সন্ধ্যার দিকে পাশের ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে বাসায় এসে দেখি হাসিনা ফ্যানের সঙ্গে ঝুলতেছিল, দুই সন্তান বিছানায় পড়ে ছিল। বড় ছেলে সালমান কোচিং সেন্টারে ছিল। এ সময় সাদিয়া নড়াচড়া করছিল দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।’ সাদ্দামের ধারণা, দুই সন্তানকে হত্যা করে তাদের মা আত্মহত্যা করেছেন।
সাদ্দাম হোসেন বলেন, ‘ছোট ছেলের শুধু ঠান্ডা লাগে। এ বিষয় নিয়ে বিকেলে স্ত্রী হাসিনার সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর আমি বাসা থেকে বের হয়ে যাই। পরে সন্ধ্যায় খবর পেয়ে বাসায় আসি।’
সাদ্দামের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার চরবাঁচামরা গ্রামে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১২ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১৭ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২১ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২৭ মিনিট আগে