Ajker Patrika

২২ সহকারী জজ করোনা আক্রান্ত, প্রশিক্ষণ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২২ সহকারী জজ করোনা আক্রান্ত, প্রশিক্ষণ বন্ধ ঘোষণা

জাতীয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা ২২ জন সহকারী জজ করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে অসমাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনা আক্রান্তদের বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকিরা নিজ নিজ আদালতে ফিরে গেছেন।

সোমবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি সূত্র জানায় করোনা উপসর্গ দেখা দেওয়ায় ৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করলে রোববার সবারই রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাকি ৬৫ জনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয় রোববার।

সোমবার তাদের মধ্যে ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। পরে আক্রান্তদের আইসোলশনে রাখা হয়। এ ছাড়া আগামীতে অসমাপ্ত প্রশিক্ষণ ভার্চুয়ালি হবে বলেও জানিয়েছে ওই সূত্র। গত ৯ জানুয়ারি ৭০ জন সহকারী জজের দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। যা উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত