Ajker Patrika

আইফোন কিনে না দেওয়ায় বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি, অবশেষে ধরা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৪: ৪১
আইফোন কিনে না দেওয়ায় বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি, অবশেষে ধরা  

রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ১৭ বছর বয়সী কিশোর বাসায় আইফোন কিনে দেওয়ার দাবি করে। কিন্তু পরিবার নাকচ করে দেওয়ায় টাকা জোগাতে শুরু করেন চুরি, এতে সফলও হয়। তবে কেনা হলো না আইফোন, তাঁর আগেই সে গ্রেপ্তার হয় পুলিশের হাতে। 

আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ বলছে, আইফোনের টাকা জোগাতে এক বন্ধুকে নিয়ে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মনিপুরের একটি বাসায় দ্বিতীয় তলায় চুরি করেন ওই কিশোর। তারা ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লাখ টাকার বেশি মালামাল নিয়ে যান। তাঁদের গতিবিধির দৃশ্য ধরা পড়ে একটি দোকানের সিসিটিভি ফুটেজে। 

গতকাল মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চুরি করা স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। 

ওসি মহসীন বলেন, সে পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করে। কিন্তু পরিবার তাঁকে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চুরি পরিকল্পনা করে। পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করে। 

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত