নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার নৌপথে বুড়িগঙ্গা দিয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাবে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহত হন। তাঁদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী, অন্যজন নিউমার্কেট এলাকার হকার শাহজাহান। এ ঘটনায় নিউমার্কেট থানায় পুলিশের করা হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সায়েন্সল্যাবের ওই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক ইন্ধনদাতা ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল তাঁদের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন বুড়িগঙ্গা দিয়ে নৌপথে পালিয়ে যাচ্ছিলেন।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর তাঁর সরকারের মন্ত্রী, প্রভাবশালী আমলা, পুলিশ এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে। এমনকি সালমান এফ রহমান ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে একই বিমানে দেশ ছাড়েন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে গতকাল তিনি ঢাকায় গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হলো, ভারতীয় সংবাদমাধ্যমের ওই খবর সত্য ছিল না।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। গত দুটি নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং তাঁর সরকারে খুবই প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকের মাঝামাঝিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করা সালমান দেশের ব্যবসায়ী মহলেও প্রতাপশালীদের একজন। তাঁর বেক্সিমকো গ্রুপের ব্যবসা ওষুধ, বস্ত্র, আমদানি-রপ্তানি, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হোটেল, প্রকৌশল, মিডিয়াসহ নানা খাতে ছড়িয়ে রয়েছে। ২০১৭ সালের মার্চে চীনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান হুরুন গ্লোবালে প্রকাশিত বিশ্বের ২ হাজার ২৫৭ জন ধনী ব্যক্তির তালিকায় তাঁর অবস্থান ছিল ১ হাজার ৬৮৫তম।
অন্যদিকে আনিসুল হক কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আলোচনায় ছিলেন। শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রতিবার আদালতের দিকে দায় দিয়ে তিনি প্রসঙ্গ এড়িয়ে যেতেন। বিচারাধীন বিষয় নিয়ে সরকারের কিছু করণীয় নেই বলেও সাফ জানান কয়েকবার।
তবে আন্দোলন তীব্র হলে আনিসুল হক ভোল পাল্টান।
আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সায়ান এফ রহমান
সরকার পতনের পর ঋণখেলাপির দায়ে আইএফআইসি ব্যাংকের পরিচালকের পদ হারালের সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান। মূলত খেলাপি থাকায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ক্লিয়ারেন্স না পাওয়ায় সায়ানের পরিচালক হিসেবে পুনর্নিয়োগের আবেদন বাংলাদেশ ব্যাংক আপত্তি জানিয়ে প্রত্যাখ্যান করেছে। এতে তিনি পরিচালকের পদ হারান। বাংলাদেশ ব্যাংক ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দিয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার নৌপথে বুড়িগঙ্গা দিয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাবে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহত হন। তাঁদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী, অন্যজন নিউমার্কেট এলাকার হকার শাহজাহান। এ ঘটনায় নিউমার্কেট থানায় পুলিশের করা হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সায়েন্সল্যাবের ওই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক ইন্ধনদাতা ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল তাঁদের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন বুড়িগঙ্গা দিয়ে নৌপথে পালিয়ে যাচ্ছিলেন।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর তাঁর সরকারের মন্ত্রী, প্রভাবশালী আমলা, পুলিশ এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে। এমনকি সালমান এফ রহমান ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে একই বিমানে দেশ ছাড়েন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে গতকাল তিনি ঢাকায় গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হলো, ভারতীয় সংবাদমাধ্যমের ওই খবর সত্য ছিল না।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। গত দুটি নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং তাঁর সরকারে খুবই প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকের মাঝামাঝিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করা সালমান দেশের ব্যবসায়ী মহলেও প্রতাপশালীদের একজন। তাঁর বেক্সিমকো গ্রুপের ব্যবসা ওষুধ, বস্ত্র, আমদানি-রপ্তানি, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হোটেল, প্রকৌশল, মিডিয়াসহ নানা খাতে ছড়িয়ে রয়েছে। ২০১৭ সালের মার্চে চীনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান হুরুন গ্লোবালে প্রকাশিত বিশ্বের ২ হাজার ২৫৭ জন ধনী ব্যক্তির তালিকায় তাঁর অবস্থান ছিল ১ হাজার ৬৮৫তম।
অন্যদিকে আনিসুল হক কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আলোচনায় ছিলেন। শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রতিবার আদালতের দিকে দায় দিয়ে তিনি প্রসঙ্গ এড়িয়ে যেতেন। বিচারাধীন বিষয় নিয়ে সরকারের কিছু করণীয় নেই বলেও সাফ জানান কয়েকবার।
তবে আন্দোলন তীব্র হলে আনিসুল হক ভোল পাল্টান।
আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সায়ান এফ রহমান
সরকার পতনের পর ঋণখেলাপির দায়ে আইএফআইসি ব্যাংকের পরিচালকের পদ হারালের সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান। মূলত খেলাপি থাকায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ক্লিয়ারেন্স না পাওয়ায় সায়ানের পরিচালক হিসেবে পুনর্নিয়োগের আবেদন বাংলাদেশ ব্যাংক আপত্তি জানিয়ে প্রত্যাখ্যান করেছে। এতে তিনি পরিচালকের পদ হারান। বাংলাদেশ ব্যাংক ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দিয়েছে।
মামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
২ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেবরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেগত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা..
১৪ মিনিট আগে