Ajker Patrika

সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১: ১০
সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের 

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গার্মেন্টস মালিক ফয়সাল সামাদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত ১০ দিনের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।’

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে সুরমা গার্মেন্টস লিমিটেডের স্বত্বাধিকারী ফায়সাল সামাদ জানতে পারেন অনেকেই আছে যাদের টিন নম্বর ভুল। যারা আয়কর তথ্য হালনাগাদ করেনি। বিষয়টি নিয়ে তিনি নির্বাচনী আপিল বোর্ডের কাছে আপিল করেন। বোর্ড তার আপিল আংশিক মঞ্জুর করেন। সেখানে কয়েকজনকে বাদ দেওয়া হয়। 

এর বিরুদ্ধে তিনি আরবিট্রেশন ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে আরবিট্রেশন ট্রাইব্যুনাল সেটি শুনানি করেনি। 

ব্যারিস্টার মুস্তাফিজ বলেন, আরবিট্রেশন ট্রাইব্যুনাল শুনানি না করার বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়। হাইকোর্ট বলেছেন, সাত দিনের মধ্যে আবেদনটি শুনানি করে নিষ্পত্তি করতে হবে। ভোটার তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে কত জনের বৈধ টিন আছে ও কত জনের আয়কর রিটার্ন হালনাগাদ আছে এই বিষয়টি নির্ণয় করবে এফবিসিসিআই। প্রয়োজনে তাদেরকে এনবিআরের সহযোগিতা নিতে বলা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত