নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগরীর বাসযোগ্যতার সূচকে উন্নতি করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে চলেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিএসসিসি আওতাভুক্ত এলাকায় অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন রেগুলেটর/আউটলেট স্ট্রাকচারসমূহ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
য়র বলেন, ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা চার ধাপ এগিয়েছে। আমরা সিরিয়া, করাচির নিচে ছিলাম। ত্রিপোলিরও নিচে ছিলাম। ২০২১ সালে এই সূচক যখন প্রকাশিত হলো তখন আমরা বিভিন্নভাবে সমালোচিত হয়েছি। যদিওবা আগাগোড়া ঢাকা শহর দীর্ঘদিন ধরে এই অবস্থানে ছিল। কিন্তু ঢাকাবাসীর প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যে মেয়ররা দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে যাবে! আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে এ বিষয়ে বলতে চাই যে, আমরা বদলে দিয়েছি। নগর বাস যোগ্যতার সূচকে উন্নতি করতে ডিএসসিসি কাজ করছে। করপোরেশনের নগর-পরিকল্পনা বিভাগকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ সময় সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে মেয়র বলেন, ‘বাস যোগ্যতার সামষ্টিক সূচকে ২০২১ সালে ঢাকা শহরের অর্জিত পয়েন্ট ছিল ৩৩.৫ নম্বর। এ বছর আমরা ৩৯.২ নম্বর পেয়েছি। এর মাধ্যমে আমরা চার ধাপ উন্নতি করেছি। আমরা আগে ছিলাম সর্বনিম্ন থেকে তিন নম্বরে, এখন আমরা সাত নম্বরে উন্নীত হয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড থেকে হস্তান্তরিত হতে যাওয়া অচল স্লুইসগেটগুলো সচল করার আশাবাদ ব্যক্ত করে তাপস বলেন, ‘ওয়াসা থেকে আমরা যখন খালগুলো পেয়েছি তখনই আমরা এই স্লুইসগেটগুলো আমাদের কাছে হস্তান্তরের জন্য বলেছিলাম। আজকে সেই মাহেন্দ্রক্ষণ। এগুলো আমাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। আমরা এরই মাঝে এই স্লুইচগেটগুলো মেরামত এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছি। আজকে হস্তান্তরের সঙ্গে সঙ্গেই এগুলো যথারীতি মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ আমরা কাল থেকেই শুরু করব।’
নগরীর বাসযোগ্যতার সূচকে উন্নতি করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে চলেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিএসসিসি আওতাভুক্ত এলাকায় অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন রেগুলেটর/আউটলেট স্ট্রাকচারসমূহ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
য়র বলেন, ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা চার ধাপ এগিয়েছে। আমরা সিরিয়া, করাচির নিচে ছিলাম। ত্রিপোলিরও নিচে ছিলাম। ২০২১ সালে এই সূচক যখন প্রকাশিত হলো তখন আমরা বিভিন্নভাবে সমালোচিত হয়েছি। যদিওবা আগাগোড়া ঢাকা শহর দীর্ঘদিন ধরে এই অবস্থানে ছিল। কিন্তু ঢাকাবাসীর প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যে মেয়ররা দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে যাবে! আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে এ বিষয়ে বলতে চাই যে, আমরা বদলে দিয়েছি। নগর বাস যোগ্যতার সূচকে উন্নতি করতে ডিএসসিসি কাজ করছে। করপোরেশনের নগর-পরিকল্পনা বিভাগকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ সময় সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে মেয়র বলেন, ‘বাস যোগ্যতার সামষ্টিক সূচকে ২০২১ সালে ঢাকা শহরের অর্জিত পয়েন্ট ছিল ৩৩.৫ নম্বর। এ বছর আমরা ৩৯.২ নম্বর পেয়েছি। এর মাধ্যমে আমরা চার ধাপ উন্নতি করেছি। আমরা আগে ছিলাম সর্বনিম্ন থেকে তিন নম্বরে, এখন আমরা সাত নম্বরে উন্নীত হয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড থেকে হস্তান্তরিত হতে যাওয়া অচল স্লুইসগেটগুলো সচল করার আশাবাদ ব্যক্ত করে তাপস বলেন, ‘ওয়াসা থেকে আমরা যখন খালগুলো পেয়েছি তখনই আমরা এই স্লুইসগেটগুলো আমাদের কাছে হস্তান্তরের জন্য বলেছিলাম। আজকে সেই মাহেন্দ্রক্ষণ। এগুলো আমাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। আমরা এরই মাঝে এই স্লুইচগেটগুলো মেরামত এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছি। আজকে হস্তান্তরের সঙ্গে সঙ্গেই এগুলো যথারীতি মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ আমরা কাল থেকেই শুরু করব।’
রোববার (২০ জুলাই) বরিশাল থেকে সড়কপথে তিনি পৌঁছান সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বিখ্যাত ভাসমান পেয়ারা হাটে। এরপর ট্রলারে করে ঘুরে দেখেন বাজারের চারপাশ। রাষ্ট্রদূত বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং এখানকার উৎপাদিত পেয়ারার গুণগত মান দেখে গভীরভাবে মুগ্ধ হন।
১ মিনিট আগেমৃতরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাজমিস্ত্রি সোহাগ মিয়া (২৪) এবং তাঁর স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। দম্পতির ঘরে একটি দুই বছরের কন্যাসন্তান রয়েছে।
২৩ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মরিয়ম আক্তার (১৭) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরিয়ম চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের সালাউদ্দিন ও জয়নব বানুর মেয়ে।
৩৪ মিনিট আগেব্যবসায়ীরা জানান, আগের মতো এখন আর খাল-বিল, নদীনালা আগের মতো নেই। পানি সংকটের কারণে নৌকার ব্যবহার কমেছে। পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতাও হ্রাস পেয়েছে। ফলে আগের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে, যাতে লাভ তো দূরের কথা, পুঁজি তুলে আনা কষ্টকর হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে