নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগরীর বাসযোগ্যতার সূচকে উন্নতি করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে চলেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিএসসিসি আওতাভুক্ত এলাকায় অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন রেগুলেটর/আউটলেট স্ট্রাকচারসমূহ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
য়র বলেন, ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা চার ধাপ এগিয়েছে। আমরা সিরিয়া, করাচির নিচে ছিলাম। ত্রিপোলিরও নিচে ছিলাম। ২০২১ সালে এই সূচক যখন প্রকাশিত হলো তখন আমরা বিভিন্নভাবে সমালোচিত হয়েছি। যদিওবা আগাগোড়া ঢাকা শহর দীর্ঘদিন ধরে এই অবস্থানে ছিল। কিন্তু ঢাকাবাসীর প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যে মেয়ররা দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে যাবে! আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে এ বিষয়ে বলতে চাই যে, আমরা বদলে দিয়েছি। নগর বাস যোগ্যতার সূচকে উন্নতি করতে ডিএসসিসি কাজ করছে। করপোরেশনের নগর-পরিকল্পনা বিভাগকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ সময় সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে মেয়র বলেন, ‘বাস যোগ্যতার সামষ্টিক সূচকে ২০২১ সালে ঢাকা শহরের অর্জিত পয়েন্ট ছিল ৩৩.৫ নম্বর। এ বছর আমরা ৩৯.২ নম্বর পেয়েছি। এর মাধ্যমে আমরা চার ধাপ উন্নতি করেছি। আমরা আগে ছিলাম সর্বনিম্ন থেকে তিন নম্বরে, এখন আমরা সাত নম্বরে উন্নীত হয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড থেকে হস্তান্তরিত হতে যাওয়া অচল স্লুইসগেটগুলো সচল করার আশাবাদ ব্যক্ত করে তাপস বলেন, ‘ওয়াসা থেকে আমরা যখন খালগুলো পেয়েছি তখনই আমরা এই স্লুইসগেটগুলো আমাদের কাছে হস্তান্তরের জন্য বলেছিলাম। আজকে সেই মাহেন্দ্রক্ষণ। এগুলো আমাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। আমরা এরই মাঝে এই স্লুইচগেটগুলো মেরামত এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছি। আজকে হস্তান্তরের সঙ্গে সঙ্গেই এগুলো যথারীতি মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ আমরা কাল থেকেই শুরু করব।’
নগরীর বাসযোগ্যতার সূচকে উন্নতি করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে চলেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিএসসিসি আওতাভুক্ত এলাকায় অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন রেগুলেটর/আউটলেট স্ট্রাকচারসমূহ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
য়র বলেন, ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা চার ধাপ এগিয়েছে। আমরা সিরিয়া, করাচির নিচে ছিলাম। ত্রিপোলিরও নিচে ছিলাম। ২০২১ সালে এই সূচক যখন প্রকাশিত হলো তখন আমরা বিভিন্নভাবে সমালোচিত হয়েছি। যদিওবা আগাগোড়া ঢাকা শহর দীর্ঘদিন ধরে এই অবস্থানে ছিল। কিন্তু ঢাকাবাসীর প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যে মেয়ররা দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে যাবে! আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে এ বিষয়ে বলতে চাই যে, আমরা বদলে দিয়েছি। নগর বাস যোগ্যতার সূচকে উন্নতি করতে ডিএসসিসি কাজ করছে। করপোরেশনের নগর-পরিকল্পনা বিভাগকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ সময় সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে মেয়র বলেন, ‘বাস যোগ্যতার সামষ্টিক সূচকে ২০২১ সালে ঢাকা শহরের অর্জিত পয়েন্ট ছিল ৩৩.৫ নম্বর। এ বছর আমরা ৩৯.২ নম্বর পেয়েছি। এর মাধ্যমে আমরা চার ধাপ উন্নতি করেছি। আমরা আগে ছিলাম সর্বনিম্ন থেকে তিন নম্বরে, এখন আমরা সাত নম্বরে উন্নীত হয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড থেকে হস্তান্তরিত হতে যাওয়া অচল স্লুইসগেটগুলো সচল করার আশাবাদ ব্যক্ত করে তাপস বলেন, ‘ওয়াসা থেকে আমরা যখন খালগুলো পেয়েছি তখনই আমরা এই স্লুইসগেটগুলো আমাদের কাছে হস্তান্তরের জন্য বলেছিলাম। আজকে সেই মাহেন্দ্রক্ষণ। এগুলো আমাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। আমরা এরই মাঝে এই স্লুইচগেটগুলো মেরামত এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছি। আজকে হস্তান্তরের সঙ্গে সঙ্গেই এগুলো যথারীতি মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ আমরা কাল থেকেই শুরু করব।’
দুমকিতে দলবদ্ধ ধর্ষণ মামলার ভুক্তভোগী (স্কুলছাত্রী) আত্মহত্যার পর তাঁর মায়ের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।
২ মিনিট আগেআজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়েছে, এতদ্দ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৬ মার্চ (মঙ্গলবার) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে র
৩২ মিনিট আগেকুষ্টিয়ায় শারমিন সুলতানা নামের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। প্রতারণার নানা অভিযোগ তুলে একদল নারী ওই চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে তাঁকে উদ্ধারে যাওয়া স্বামী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাসুদ রানাও মারধরের শিকার হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরে অর্জুন দাস আগরওয়ালা সড়কে লাইফ ডায়াগনস্টিক
৩৪ মিনিট আগে‘যুক্তবর্ণ মুক্ত করি, নতুন নতুন শব্দ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে শিশুদের নিয়ে আয়োজিত হয়েছে ‘বর্ণমেলা’ অনুষ্ঠান। সোমবার দিনব্যাপী এই মেলার আয়োজন করে উপজেলার দিগরবাইদ সরকার প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই শিক্ষণীয় আয়োজন দেখে অভিভূত হয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ।
৩৯ মিনিট আগে