Ajker Patrika

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ, চারজনকে কুপিয়ে জখম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৩, ১৫: ১৩
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার রাতে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন টঙ্গীর মরকুন এলাকার ইমাম আলীর ছেলে দিপু (২৭), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আরিফ (১৩), টঙ্গীর গোপালপুর এলাকার শাহজাহানের ছেলে সেলিম (৩০) ও গাজীবাড়ি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে আমির হামজা ভোলা (৩০)।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মরকুন এলাকায় অপু ও আবিরের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই ঘটনার সূত্র ধরেই গতকাল শনিবার রাত ১০টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় তারা চারজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে দুই পক্ষের অর্ধশতাধিক কিশোর হাসপাতালে জড়ো হয়। পরে সেখানে তারা আবারও সংঘর্ষে জড়ালে খবর পায় পুলিশ। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত