Ajker Patrika

আইকন গ্রুপের এমডি নূরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইকন গ্রুপের এমডি নূরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন জানান। 

নুরুল হুদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত নুরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। 

দুদক আবেদনে উল্লেখ করেছে, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নুরুল হুদা দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়েছেন। বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের অনুসন্ধান চলমান। 

আবেদনে আরও বলা হয়, নুরুল হুদা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত