হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জ-২ আসনের হরিরামপুরে কথা-কাটাকাটির জেরে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর দুই দফায় হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে হরিরামপুর উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
প্রথম দফার হামলায় গুরুতর আহত স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক হৃদয়কে (১৮) হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত হৃদয় বলেন, ‘জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লবের সঙ্গে কথা-কাটাকাটি হলে তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানকে ডেকে আনেন। পরে লুৎফরের নেতৃত্বে আমার ওপর হামলা হয়েছে।’
এদিকে সন্ধ্যার পর উপজেলা চত্বরে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর আরও চার-পাঁচ সমর্থকের ওপর নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা দ্বিতীয় দফায় হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
তবে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা কাউকে হামলা করিনি। আমরা উপজেলায় নির্বাচনী প্রচারণা করে উপজেলা থেকে চলে আসি।’
দ্বিতীয় দফায় হামলায় আহত মাসুদুর রহমান বলেন, ‘আমরা উপজেলা চত্বরে চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, নুরুল ইসলাম কলেজের সাবেক ভিপি পল ভাইয়ের নেতৃত্বে নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ারসহ ১০-১৫ জন লাঠি দিয়ে হামলা করে। হামলায় যুবলীগ নেতা আনোয়ার মেম্বার, আলমাস মেম্বার, আবুল মেম্বার, আমি ও আফজাল ভাই আহত হয়েছেন। হামলার ঘটনায় থানায় মামলা হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, ‘নৌকার নির্বাচনের কাজ শেষে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব বাড়ি যাওয়ার পথে উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যানের ছেলে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
দ্বিতীয় দফায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা করা হয়েছে কি না জানতে চাইলে বলেন, ‘হামলা না, আমরা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে চলে যাই।’
নৌকা প্রতীকের সমর্থক জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব বলেন, ‘বিকেলের দিকে নির্বাচনী প্রচারণার মাঝে উপজেলা চত্বরে খেতে বসছি এমন সময় নবীনুর দেওয়ান পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখায়। পরে সন্ধ্যার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো শাহরিয়ার রহমান বলেন, আবিদ হাসান বিপ্লবের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আর বিকেলে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনায় মারধরে একজন আহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মানিকগঞ্জ-২ আসনের হরিরামপুরে কথা-কাটাকাটির জেরে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর দুই দফায় হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে হরিরামপুর উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
প্রথম দফার হামলায় গুরুতর আহত স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক হৃদয়কে (১৮) হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত হৃদয় বলেন, ‘জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লবের সঙ্গে কথা-কাটাকাটি হলে তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানকে ডেকে আনেন। পরে লুৎফরের নেতৃত্বে আমার ওপর হামলা হয়েছে।’
এদিকে সন্ধ্যার পর উপজেলা চত্বরে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর আরও চার-পাঁচ সমর্থকের ওপর নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা দ্বিতীয় দফায় হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
তবে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা কাউকে হামলা করিনি। আমরা উপজেলায় নির্বাচনী প্রচারণা করে উপজেলা থেকে চলে আসি।’
দ্বিতীয় দফায় হামলায় আহত মাসুদুর রহমান বলেন, ‘আমরা উপজেলা চত্বরে চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, নুরুল ইসলাম কলেজের সাবেক ভিপি পল ভাইয়ের নেতৃত্বে নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ারসহ ১০-১৫ জন লাঠি দিয়ে হামলা করে। হামলায় যুবলীগ নেতা আনোয়ার মেম্বার, আলমাস মেম্বার, আবুল মেম্বার, আমি ও আফজাল ভাই আহত হয়েছেন। হামলার ঘটনায় থানায় মামলা হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, ‘নৌকার নির্বাচনের কাজ শেষে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব বাড়ি যাওয়ার পথে উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যানের ছেলে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
দ্বিতীয় দফায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা করা হয়েছে কি না জানতে চাইলে বলেন, ‘হামলা না, আমরা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে চলে যাই।’
নৌকা প্রতীকের সমর্থক জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব বলেন, ‘বিকেলের দিকে নির্বাচনী প্রচারণার মাঝে উপজেলা চত্বরে খেতে বসছি এমন সময় নবীনুর দেওয়ান পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখায়। পরে সন্ধ্যার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো শাহরিয়ার রহমান বলেন, আবিদ হাসান বিপ্লবের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আর বিকেলে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনায় মারধরে একজন আহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৪ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৫ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে