Ajker Patrika

কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

রাজধানীর যাত্রাবাড়ীতে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. গোলাম কবির এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন শামীম হোসেন, তাঁর বন্ধু নাজমুল ও জিলকদ। রায় ঘোষণার পর তাঁদের তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকেই এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বিশেষ পিপি সাজ্জাদ হোসেন।

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে প্রধান আসামি শামীমের পূর্বপরিচয় ছিল। ২০১৬ সালের ১৫ মার্চ ওই শিক্ষার্থীকে যাত্রাবাড়ী থেকে তুলে নিয়ে একটি বাসায় ধর্ষণ করেন শামীম ও তাঁর দুই বন্ধু। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আসামিদের মধ্যে জিলকদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন। তিনি অন্য আসামিদের নামও প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত