Ajker Patrika

পরীমণির মাদক মামলার শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২০: ২৫
পরীমণির মাদক মামলার শুনানি পিছিয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে আগামী সপ্তাহে। আজ সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য এলে তাঁর আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত নট টুডে বলে আদেশ দেন। 

সে জন্য আগামী রোববার বা সোমবার এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানান তাঁর আইনজীবী সৈয়দা নাসরিন। 

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় একই বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আর গত বছরের ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

পরে গত বছরের ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। এতে পরীমণির মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে ১ মার্চ রুল জারি করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি গত বছরের ৮ মার্চ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে। অন্যদিকে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে পরীমণি ২৮ মার্চ আপিল বিভাগে আবেদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত