Ajker Patrika

ডেমরায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধারের ঘটনায়, গ্রেপ্তার ৩

শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি
ডেমরায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধারের ঘটনায়, গ্রেপ্তার ৩

রাজধানীর ডেমরায় অজ্ঞাত আনুমানিক ১৭ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ডেমরা থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বেলা ১১ টার দিকে রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠায় ডেমরা থানা–পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার তিনজনকে শনাক্ত করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বসবাসরত গাজীপুরের জয়দেবপুর থানার বড় ভবানীপুর এলাকার চাঁন মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৩), একই এলাকায় বসবাসরত মাদারীপুর সদর থানার কুলপুদ্দি এলাকার সমেদ খাঁর ছেলে মীর হোসেন ওরফে মীরা (৫৩) ও যাত্রাবাড়ী থানার কদমতলী এলাকায় বসবাসরত ভোলা সদর থানার দক্ষিণ দীঘলদী এলাকার মো. আবু তাহেরের ছেলে আজগর হোসেন (২৭)।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। তবে ওই ৩ জন বলছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় অসাবধানতা বশত মেয়েটি নিচে পড়ে মারা যায়। তবে ময়নাতদন্ত রিপোর্টে সব জানা যাবে। গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে গ্রেপ্তার ওই ৩ জন মেয়েটিকে সাইনবোর্ড এলাকা থেকে অসৎ উদ্দেশ্যে ওই ভবনে নিয়ে আসেন।

তিনি আরও জানান, মামলার সুষ্ঠু তদন্ত, ভিকটিমের পরিচয় শনাক্ত ও অন্য কেউ জড়িত রয়েছে কিনা এসব তথ্য জানার জন্য গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শান্তিবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত