ঢামেক প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মনজুরুল (৩২)। এ নিয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হলো। আজ বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মনজুরুলের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
জানা গেছে, মনজুরুলের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা মাস্টারপাড়া গ্রামে।
এর আগে গতকাল মঙ্গলবার মনজুরুলের স্ত্রী জোসনা বেগম ও মনজুরুলের ভাগনি কলেজ শিক্ষার্থী সাদিয়ার মৃত্যু হয়। এর আগে গত শনিবার মৃত্যু হয় মনজুরুলের মেয়ে মরিয়মের।
সাদিয়ার মামা কামাল হোসেন জানান, সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের মকবুল হোসেনের মেয়ে। কিশোরগঞ্জের ভৈরবে মামার বাসায় থাকতেন সাদিয়া। সেখানে জিল্লুর রহমান কলেজে ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ধামরাইয়ে খালা জোছনার বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় জোসনা আক্তারের বড় বোন হোসনা আক্তারের অবস্থাও গুরুতর। তাঁর শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থানসংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া মো. নিজাম শেখ জানান, ভোরে তাঁরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন বিকট শব্দ শুনতে পান। এরপর ভবনের নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে নিচতলায় গিয়ে দেখেন বাসাটির ভেতরে পাঁচজন দগ্ধ অবস্থায় কাতরাচ্ছে। বিছানার কিছুটা পুড়ে গেছে। তখন তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
স্বজনদের ধারণা, ভোরে রান্নার জন্য উঠে আগুন জ্বালানোর পর লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে তাঁরা দগ্ধ হন।
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মনজুরুল (৩২)। এ নিয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হলো। আজ বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মনজুরুলের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
জানা গেছে, মনজুরুলের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা মাস্টারপাড়া গ্রামে।
এর আগে গতকাল মঙ্গলবার মনজুরুলের স্ত্রী জোসনা বেগম ও মনজুরুলের ভাগনি কলেজ শিক্ষার্থী সাদিয়ার মৃত্যু হয়। এর আগে গত শনিবার মৃত্যু হয় মনজুরুলের মেয়ে মরিয়মের।
সাদিয়ার মামা কামাল হোসেন জানান, সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের মকবুল হোসেনের মেয়ে। কিশোরগঞ্জের ভৈরবে মামার বাসায় থাকতেন সাদিয়া। সেখানে জিল্লুর রহমান কলেজে ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ধামরাইয়ে খালা জোছনার বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় জোসনা আক্তারের বড় বোন হোসনা আক্তারের অবস্থাও গুরুতর। তাঁর শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থানসংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া মো. নিজাম শেখ জানান, ভোরে তাঁরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন বিকট শব্দ শুনতে পান। এরপর ভবনের নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে নিচতলায় গিয়ে দেখেন বাসাটির ভেতরে পাঁচজন দগ্ধ অবস্থায় কাতরাচ্ছে। বিছানার কিছুটা পুড়ে গেছে। তখন তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
স্বজনদের ধারণা, ভোরে রান্নার জন্য উঠে আগুন জ্বালানোর পর লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে তাঁরা দগ্ধ হন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে