Ajker Patrika

শিবচর থানার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নূর আলম

প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২১, ১১: ৫২
শিবচর থানার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নূর আলম

শিবচর (মাদারীপুর): মাদারীপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর আলম। গত মে মাসের কার্যক্রম বিবেচনায় তিনি এই স্বীকৃতি পান। গতকাল মঙ্গলবার রাতে তাঁর হাতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।

শিবচর থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন ফরিদপুর জেলার নগরকান্দার নূর আলম মিয়া। চাকরিজীবনে মাদারীপুর জেলা পুলিশ, র‍্যাব-২, মুন্সিগঞ্জ জেলা পুলিশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। কয়েক মাস আগে তিনি আবার মাদারীপুর পুলিশে যোগদান করেন। বর্তমানে শিবচরের ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্ব পালন করছেন। ভদ্রাসন তদন্ত কেন্দ্রে দায়িত্ব নেওয়ার পর ভদ্রাসন, ভান্ডারীকান্দি ও উমেদপুর এলাকাসহ কয়েকটি উপজেলায় মাদকের বিরুদ্ধে তার বলিষ্ঠ পদক্ষেপ দেখা গেছে। এ এলাকায় মাদক দমনে তাঁর পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।

স্বীকৃতির বিষয়ে উপপরিদর্শক নূর আলম মিয়া বলেন, 'আমি সব সময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। তা ছাড়া মাদকের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত