Ajker Patrika

রাজধানীতে বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় একটি বাসা থেকে মিতু আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও থানা-পুলিশ মেরাদিয়া জামতলা কবরস্থান রোডের তৃতীয় তলার বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে গত রাতে মেরাদিয়ার বাসা থেকে মিতুর মৃতদেহটি উদ্ধার করা হয়। এ সময় বাসায় লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছিল। এবং দরজাটি খোলা ছিল। 

এসআই সোনিয়া আরও জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়ার কারণে শনিবার রাত পৌনে ১১ থেকে ১২টার মধ্যে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় মিতু। বাসার লোকজন অনেক ডাকাডাকি করে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও কোনো  সাড়াশব্দ পাওয়া যায় না। পরে ড্রিল মেশিন দিয়ে দরজার সিটকিনি ভেঙে ভেতর ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বামী। পরে থানায় খবর দেয়। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। স্বামী সজীবকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

এদিকে মিতুর চাচা আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর গ্রামে। মনির হোসেন ও হোসনে আরা বেগম দম্পতির মেয়ে মিতু। স্বামী সিএনজি অটোরিকশা চালক সজীবের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতো। 

আনোয়ার আরও জানান, মিতুর বাবা-মা থাকে খিলগাঁও সিপাহিবাগ এলাকায়। দুই বছর আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে মিতু ও সজীব। এরপর বিষয়টি জানাজানি হলে মিতুকে তার বাবা-মা গ্রামের বাড়িতে নিয়ে যান। দশ মাস আগে তাকে গ্রাম থেকে আবার ঢাকায় নিয়ে আসে সজীব। এরপর পরিবারের সঙ্গে কোনো  যোগাযোগ ছিল না মিতুর। গতরাতে তার মৃত্যুর খবর শুনতে পান তারা। 

আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় সজীব মিতুকে নির্যাতন করত। মিতুর কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে এখনো বলতে পারছি না। তবে মিতুর মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত