Ajker Patrika

চেম্বার আদালতের নির্দেশে ভোটে ফিরলেন দুই স্বতন্ত্র প্রার্থী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২২: ০২
চেম্বার আদালতের নির্দেশে ভোটে ফিরলেন দুই স্বতন্ত্র প্রার্থী 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন দুই প্রার্থী। আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম দুই প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। 

প্রার্থিতা ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলাম ও সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম উজ্জ্বল। 

নুরুল ইসলাম উজ্জ্বলের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আবদুন নূর দুলাল। আর নূর ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী সেলিনা আক্তার চৌধুরী। 

এর আগে এক শতাংশ ভোটারের সমর্থনে গরমিল থাকায় তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়। তবে আপিল করলেও নির্বাচন কমিশন তা নামঞ্জুর করে। পরে তাঁরা হাইকোর্টে রিট করেন। ওই রিট খারিজ হলে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত