Ajker Patrika

ডেমরায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৯: ৪৮
ডেমরায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর ডেমরায় কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে মো. হোসেন বাবু (৩৪) নামে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের দেইল্লা ঋষিপাড়াসংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় ওই কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-ট-১৬-৪৯৯২) চাকা বাবুর মাথার ওপর দিয়ে যায়। পাশাপাশি তাঁর মোটরসাইকেলটির সামনের অংশ ভেঙে যায়। এ ঘটনায় স্থানীয়রা আকতার (৩৫) নামে ওই কাভার্ড ভ্যানের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আকতার ঢাকার মতিঝিল আইসিটিসংলগ্ন টিটুর বাড়ির ভাড়াটিয়া ও শরীয়তপুরের পালং থানার ডুংসার বাজারসংলগ্ন মো. হাতেমের ছেলে। আর নিহত বাবু নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। মৃতের একজন কন্যাসন্তান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের দেইল্লা এলাকায় মোটরসাইকেল চালিয়ে ডেমরার বাঁশেরপুলে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে যাওয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবু মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান। এরপর কাভার্ড ভ্যানটি তাঁর ওপর দিয়ে চলে যায়। 

এদিকে খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ দুর্ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ বাদী হয়ে আজ ডেমরা থানায় মামলা করেছে। ওই দিনই আটক আকতারকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত