সাভার (ঢাকা) প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষে সাভার-আশুলিয়ার কারখানাগুলোতে ছুটি দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গমুখী ঢাকা-আরিচা ও উত্তরবঙ্গমুখী নবীনগর-চন্দ্রা মহাসড়কে পরিবহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে বাড়তি ভাড়া নেওয়া শুরু করেছে কোনো কোনো পরিবহন।
বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পরিবহনের বাড়তি চাপ দেখা গেছে। নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ভিড় চোখে পড়েছে। পুরো টার্মিনালেই কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।
বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সড়কের একপাশ দখল করে উত্তরবঙ্গমুখী দূরপাল্লার বাসগুলো যাত্রীর আশায় দাঁড়িয়ে আছে। কাউন্টারগুলোতেও যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।
এ ছাড়া বেশ কিছু মাইক্রোবাসও দেখা যায় যারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রীদের ডাকছেন। বাইপাইলের চন্দ্রামুখী সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস ও বাসের কারণে কিছুটা যানজট চোখে পড়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, আজ কিছু কিছু কারখানা ছুটি দিলেও বেশির ভাগ পোশাক কারখানা ছুটি দেবে ২৭ মার্চ ডিউটির পর থেকে। সাভার-আশুলিয়া ও ধামরাই অঞ্চলের কারখানাগুলোর মধ্যে ইতিমধ্যে প্রায় অর্ধেক কারখানাই শ্রমিকদের উৎসব ভাতা প্রদান করেছে।
নবীনগর থেকে পাটুরিয়াগামী মা-বাবার দোয়া নামে একটি বাসচালকের সহকারীকে পাটুরিয়ার ভাড়া ২০০ টাকা চাইতে দেখা গেছে। সাধারণত এ পথের ভাড়া ১২০ টাকা। সাধারণ সময়ের চেয়ে বাড়তি ভাড়া হলেও যাত্রীদের হুড়মুড়িয়ে উঠতে দেখা গেছে বাসটিতে। বাসের অন্য স্টাফের কাছে ভাড়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘আসার সময় যাত্রী পাওয়া যাবে না, তাই খরচ পোষাতে বাধ্য হয়ে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।’
নবীনগরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সিহাব চৌধুরী বলেন, ‘পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছি। আমি আজ একাই যাব। তাই আগে থেকে টিকিট কাটা হয়নি। এখন লোকাল বাসগুলোও পাটুরিয়া ঘাট পর্যন্ত যাচ্ছে। ভাড়া কিছুটা বেশি হলেও উপায় কি! আর এমন তো প্রতিবছরই হয়।’
সাভার হাইওয়ে পুলিশ জানায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই সড়কের উভয় পাশেই প্রচুর পরিমাণ পুলিশ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া যানজট হতে পারে এমন স্থানগুলোতে বিশেষভাবে মনিটরিং করা হচ্ছে।
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাসহ সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। কোথাও কোনো অভিযোগ পেলে সে অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।’
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আজ ছোট ছোট কিছু কারখানা ছুটি দিয়েছে। তবে মূল চাপ হবে ২৭ মার্চ। কারণ, ওই দিন ডিউটির পর বেশির ভাগ কারখানা ছুটি হবে।’
ঈদুল ফিতর উপলক্ষে সাভার-আশুলিয়ার কারখানাগুলোতে ছুটি দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গমুখী ঢাকা-আরিচা ও উত্তরবঙ্গমুখী নবীনগর-চন্দ্রা মহাসড়কে পরিবহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে বাড়তি ভাড়া নেওয়া শুরু করেছে কোনো কোনো পরিবহন।
বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পরিবহনের বাড়তি চাপ দেখা গেছে। নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ভিড় চোখে পড়েছে। পুরো টার্মিনালেই কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।
বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সড়কের একপাশ দখল করে উত্তরবঙ্গমুখী দূরপাল্লার বাসগুলো যাত্রীর আশায় দাঁড়িয়ে আছে। কাউন্টারগুলোতেও যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।
এ ছাড়া বেশ কিছু মাইক্রোবাসও দেখা যায় যারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রীদের ডাকছেন। বাইপাইলের চন্দ্রামুখী সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস ও বাসের কারণে কিছুটা যানজট চোখে পড়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, আজ কিছু কিছু কারখানা ছুটি দিলেও বেশির ভাগ পোশাক কারখানা ছুটি দেবে ২৭ মার্চ ডিউটির পর থেকে। সাভার-আশুলিয়া ও ধামরাই অঞ্চলের কারখানাগুলোর মধ্যে ইতিমধ্যে প্রায় অর্ধেক কারখানাই শ্রমিকদের উৎসব ভাতা প্রদান করেছে।
নবীনগর থেকে পাটুরিয়াগামী মা-বাবার দোয়া নামে একটি বাসচালকের সহকারীকে পাটুরিয়ার ভাড়া ২০০ টাকা চাইতে দেখা গেছে। সাধারণত এ পথের ভাড়া ১২০ টাকা। সাধারণ সময়ের চেয়ে বাড়তি ভাড়া হলেও যাত্রীদের হুড়মুড়িয়ে উঠতে দেখা গেছে বাসটিতে। বাসের অন্য স্টাফের কাছে ভাড়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘আসার সময় যাত্রী পাওয়া যাবে না, তাই খরচ পোষাতে বাধ্য হয়ে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।’
নবীনগরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সিহাব চৌধুরী বলেন, ‘পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছি। আমি আজ একাই যাব। তাই আগে থেকে টিকিট কাটা হয়নি। এখন লোকাল বাসগুলোও পাটুরিয়া ঘাট পর্যন্ত যাচ্ছে। ভাড়া কিছুটা বেশি হলেও উপায় কি! আর এমন তো প্রতিবছরই হয়।’
সাভার হাইওয়ে পুলিশ জানায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই সড়কের উভয় পাশেই প্রচুর পরিমাণ পুলিশ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া যানজট হতে পারে এমন স্থানগুলোতে বিশেষভাবে মনিটরিং করা হচ্ছে।
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাসহ সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। কোথাও কোনো অভিযোগ পেলে সে অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।’
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আজ ছোট ছোট কিছু কারখানা ছুটি দিয়েছে। তবে মূল চাপ হবে ২৭ মার্চ। কারণ, ওই দিন ডিউটির পর বেশির ভাগ কারখানা ছুটি হবে।’
২৮ তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাসুদ আলম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা। মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
১৫ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। তাঁর নাম সিয়াম সরকার (২২)।
২৩ মিনিট আগেরোববার (২০ জুলাই) বরিশাল থেকে সড়কপথে তিনি পৌঁছান সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বিখ্যাত ভাসমান পেয়ারা হাটে। এরপর ট্রলারে করে ঘুরে দেখেন বাজারের চারপাশ। রাষ্ট্রদূত বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং এখানকার উৎপাদিত পেয়ারার গুণগত মান দেখে গভীরভাবে মুগ্ধ হন।
২৬ মিনিট আগে