Ajker Patrika

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখনো সংকটাপন্ন ৬ জন

ঢামেক প্রতিবেদক, ঢাকা  
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২২: ৪৪
সংবাদ সম্মেলন করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলন করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি দগ্ধ ছয়জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত ৪২ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন ছয়জনসহ আটজনকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় ১৩ জনকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। তাদের খুব দ্রুতই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা চলছে। পরে তারা ফলোআপ চিকিৎসার জন্য আসবে।

পরিচালক বলেন, আজ ভারত থেকে চিকিৎসক দল এসেছে। এ ছাড়া গতকাল বুধবার সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আজও মিটিং করা হয়েছে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও ভার্চুয়ালি মিটিং হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাসহ আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এসব রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত