ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান ও ইনস্টিটিউটের পরিচালক আব্দুল হালিমের পা ধুয়ে দিয়েছেন তাঁদের সরাসরি ছাত্র ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. আশরাফ সাদেক।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষক দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানায়, বাদশাহ আলমগীর তাঁর সন্তানকে শিক্ষকের পা ধুয়ে দেওয়ার উপদেশের ঘটনাকে স্মরণ করে প্রতিরূপ হিসেবে টিস্যুতে পানি লাগিয়ে নিজ হাতে পা ধুয়ে দিয়ে সম্মান প্রদর্শন করেন আশরাফ সাদেক।
এ বিষয়ে অধ্যাপক এম অহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সমাজে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে—আমলা, প্রশাসক, সাংবাদিক তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। সে হিসেবে শিক্ষকদের সম্মান মর্যাদা অনেক বড় বিষয়। আশরাফ সাদেক যেটা করেছে, তাতে আবেগ আপ্লুত হয়েছি। পাশাপাশি তাঁর এ প্রতীকী কাজ মূল্যবোধহীন, নৈতিকতাহীন সমাজের বিরুদ্ধে একটি প্রতিবাদ।’
তবে এ বিষয়ে মন্তব্য জানতে আশরাফ সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল হালিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এম অহিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন—অধ্যাপক খাইরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাহবুব মোর্শেদ, অসীম দাস, শেখ তাহমিনা আউয়াল, প্রভাষক রাহুল চন্দ্র সাহা, রোবেল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অধ্যাপক আব্দুল হালিম বলেন, ‘শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া শিক্ষকের কাজ। শিক্ষকেরা বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে থাকেন। শাসন করলেও অনুপ্রেরণা থাকে। শিক্ষকদের মর্যাদা হওয়া উচিত ছিল সবার ওপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত মর্যাদা আমাদের সমাজ দিতে পারেনি। জাতি গঠনের প্রয়োজনেই শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদান করার কোনো বিকল্প নেই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান ও ইনস্টিটিউটের পরিচালক আব্দুল হালিমের পা ধুয়ে দিয়েছেন তাঁদের সরাসরি ছাত্র ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. আশরাফ সাদেক।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষক দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানায়, বাদশাহ আলমগীর তাঁর সন্তানকে শিক্ষকের পা ধুয়ে দেওয়ার উপদেশের ঘটনাকে স্মরণ করে প্রতিরূপ হিসেবে টিস্যুতে পানি লাগিয়ে নিজ হাতে পা ধুয়ে দিয়ে সম্মান প্রদর্শন করেন আশরাফ সাদেক।
এ বিষয়ে অধ্যাপক এম অহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সমাজে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে—আমলা, প্রশাসক, সাংবাদিক তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। সে হিসেবে শিক্ষকদের সম্মান মর্যাদা অনেক বড় বিষয়। আশরাফ সাদেক যেটা করেছে, তাতে আবেগ আপ্লুত হয়েছি। পাশাপাশি তাঁর এ প্রতীকী কাজ মূল্যবোধহীন, নৈতিকতাহীন সমাজের বিরুদ্ধে একটি প্রতিবাদ।’
তবে এ বিষয়ে মন্তব্য জানতে আশরাফ সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল হালিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এম অহিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন—অধ্যাপক খাইরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাহবুব মোর্শেদ, অসীম দাস, শেখ তাহমিনা আউয়াল, প্রভাষক রাহুল চন্দ্র সাহা, রোবেল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অধ্যাপক আব্দুল হালিম বলেন, ‘শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া শিক্ষকের কাজ। শিক্ষকেরা বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে থাকেন। শাসন করলেও অনুপ্রেরণা থাকে। শিক্ষকদের মর্যাদা হওয়া উচিত ছিল সবার ওপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত মর্যাদা আমাদের সমাজ দিতে পারেনি। জাতি গঠনের প্রয়োজনেই শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদান করার কোনো বিকল্প নেই।’
টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গতকাল মঙ্গলবার একদিনেই পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর
১৪ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
৪০ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
১ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
১ ঘণ্টা আগে