টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাঘিল ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক মো. সোলায়মান মিয়া (৬০) ও তাঁর পরিবারের সদস্যদের ওপর নির্যাতন এবং বসতবাড়ি থেকে উচ্ছেদসহ সম্পত্তি বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোলায়মান জানান, তাঁরা পৈতৃক ও ক্রয় সূত্রে ৫১ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। ১৯৯০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খাজনা খারিজও দেওয়া আছে। গত ২৬ এপ্রিল ওই গ্রামের মৃত গোল মাহমুদের ছেলে মো. কোরবান আলী, মো. আব্দুল গফুর, মো. হাবিবুর রহমান, হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ, আব্দুল গফুর, তাঁর ছেলে মো. শফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী সোলায়মানের বাড়িতে প্রবেশ করে সম্পত্তি দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে সোলায়মানকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করা হয়। একপর্যায়ে পিটিয়ে তাঁর ডান হাত ভেঙে ফেলা হয়।
সোলায়মানের আত্ম চিৎকারে তাঁর মেজ ছেলে এগিয়ে আসলে তাঁকেও অভিযুক্তরা বেধড়ক মারধর করেন। পরে তাঁদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্তরা চলে যাওয়ার সময় সোলায়মান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।
সোলায়মান হোসেন বলেন, ‘কোরবান আলী গং এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছেন। আমার মতো গ্রামের অনেকেই তাঁদের কারণে অনিরাপদ। আমরা শান্তিতে বসবাস করতে চাই। তাই এলাকা থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করার দাবি জানাচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
অভিযুক্ত আব্দুল গফুর বলেন, সোলায়মানরাই সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। ওই জমি আমরা ডিক্রি পেয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সোলায়মান মিয়ার ছেলে মো. আবু মিয়া, মো. রাশেদুল ইসলাম ও ভাগনে মো. আব্দুর রহিম।
টাঙ্গাইলের বাঘিল ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক মো. সোলায়মান মিয়া (৬০) ও তাঁর পরিবারের সদস্যদের ওপর নির্যাতন এবং বসতবাড়ি থেকে উচ্ছেদসহ সম্পত্তি বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোলায়মান জানান, তাঁরা পৈতৃক ও ক্রয় সূত্রে ৫১ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। ১৯৯০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খাজনা খারিজও দেওয়া আছে। গত ২৬ এপ্রিল ওই গ্রামের মৃত গোল মাহমুদের ছেলে মো. কোরবান আলী, মো. আব্দুল গফুর, মো. হাবিবুর রহমান, হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ, আব্দুল গফুর, তাঁর ছেলে মো. শফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী সোলায়মানের বাড়িতে প্রবেশ করে সম্পত্তি দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে সোলায়মানকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করা হয়। একপর্যায়ে পিটিয়ে তাঁর ডান হাত ভেঙে ফেলা হয়।
সোলায়মানের আত্ম চিৎকারে তাঁর মেজ ছেলে এগিয়ে আসলে তাঁকেও অভিযুক্তরা বেধড়ক মারধর করেন। পরে তাঁদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্তরা চলে যাওয়ার সময় সোলায়মান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।
সোলায়মান হোসেন বলেন, ‘কোরবান আলী গং এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছেন। আমার মতো গ্রামের অনেকেই তাঁদের কারণে অনিরাপদ। আমরা শান্তিতে বসবাস করতে চাই। তাই এলাকা থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করার দাবি জানাচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
অভিযুক্ত আব্দুল গফুর বলেন, সোলায়মানরাই সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। ওই জমি আমরা ডিক্রি পেয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সোলায়মান মিয়ার ছেলে মো. আবু মিয়া, মো. রাশেদুল ইসলাম ও ভাগনে মো. আব্দুর রহিম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। আজ ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্টদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা
৭ মিনিট আগেঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
১১ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
১৫ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
১৮ মিনিট আগে