নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর জাফরাবাদে গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে নুর ইসলাম (২৬) নামের এক আলোকচিত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দুর্গামন্দির গলির পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি ছিল পুরোপুরি পরিকল্পিত। অনুষ্ঠান আয়োজনের নাম করে নুর ইসলামকে ডেকে দুর্গামন্দির গলির পাশের নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তাঁর কাছে থাকা দুটি ক্যামেরা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কেননা, গত শুক্রবার বিকেলে এক ব্যক্তি গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং অগ্রিম ৫০০ টাকা বিকাশে পাঠান।
নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডির শংকর এলাকায় একটি মেসে থাকতেন।
স্থানীয়রা তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড। গায়েহলুদের অনুষ্ঠান ছিল না, বরং সেটি ছিল একটি ফাঁদ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, দুই দিন আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। নুর ইসলামকে ডেকে আনার পেছনে ছিল সুপরিকল্পিত উদ্দেশ্য।
রাজধানীর জাফরাবাদে গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে নুর ইসলাম (২৬) নামের এক আলোকচিত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দুর্গামন্দির গলির পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি ছিল পুরোপুরি পরিকল্পিত। অনুষ্ঠান আয়োজনের নাম করে নুর ইসলামকে ডেকে দুর্গামন্দির গলির পাশের নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তাঁর কাছে থাকা দুটি ক্যামেরা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কেননা, গত শুক্রবার বিকেলে এক ব্যক্তি গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং অগ্রিম ৫০০ টাকা বিকাশে পাঠান।
নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডির শংকর এলাকায় একটি মেসে থাকতেন।
স্থানীয়রা তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড। গায়েহলুদের অনুষ্ঠান ছিল না, বরং সেটি ছিল একটি ফাঁদ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, দুই দিন আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। নুর ইসলামকে ডেকে আনার পেছনে ছিল সুপরিকল্পিত উদ্দেশ্য।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিন পেছানো হবে না। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে।’
১৯ মিনিট আগেবগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার দামগাড়া সড়ক পাড়ায় এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেজেলায় নির্ধারিত ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলায় ৪২ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই মহৎ উদ্যোগ নেওয়া হয়।
৪২ মিনিট আগেউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এসময় তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
১ ঘণ্টা আগে