Ajker Patrika

গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা মো. মোক্তার হোসেন মন্ডলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন মন্ডল ঢাকা জেলা বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। 

চলতি বছরের ২৯ জুলাই আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে ও আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন। সেদিন ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি। এ ঘটনায় বিভিন্ন সময়ে এ পর্যন্ত আনুমানিক ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সেই ঘটনায় জড়িত সন্দেহে তথ্য প্রমাণ পাওয়ায় মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অধিকতর তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এর আগেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন কেউ কেউ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত