Ajker Patrika

চালু হলো কাজীপাড়া ও মিরপুর-১১ মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০: ৩৯
চালু হলো কাজীপাড়া ও মিরপুর-১১ মেট্রো স্টেশন

চালু হয়েছে মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন। পূর্বঘোষণা অনুযায়ী আজ বুধবার কাজীপাড়া ও মিরপুর-১১ মেট্রো স্টেশন খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

নতুন দুটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা। আর উত্তরা থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা ঠিক করেছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধনের পর উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম শুরু হয়। পরে পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন চালু হয়। এবার চালু হলো কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন। আগারগাঁও পর্যন্ত এখন বাকি আছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া মেট্রো স্টেশন।

এই মাসের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি দুটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছরেই চালু হবে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। সেভাবেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত