Ajker Patrika

এক যুগ ধরে শেখ হাসিনার নামে কোরবানি দিচ্ছেন জাবেদ আলী

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
এক যুগ ধরে শেখ হাসিনার নামে কোরবানি দিচ্ছেন জাবেদ আলী

এক যুগ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দিয়ে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়ার বাসিন্দা। গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই সৈনিক জানান, ১/ ১১ এর সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে আল্লাহর কাছে মোনাজাত করে বলেন, শেখ হাসিনা কারামুক্ত হয়ে দেশের শাসনভার নিতে পারলে প্রতিবছর ঈদুল আজহায় তাঁর (শেখ হাসিনার) নামে পশু কোরবানি দেবেন। সেই থেকে গত ১২ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি দিয়ে আসছেন তিনি। এবারও তিনি ৮২ হাজার টাকা দিয়ে মঙ্গলবার দেওহাটা হাট থেকে একটি গরু কিনেছেন। ২১ জুলাই ঈদুল আজহার দিন প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেবেন ৭ সন্তানের জনক বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী।

গোড়াই খামারপাড়া গ্রামের বাবুল শিকদার, একই গ্রামের বাসিন্দা মো. আবুল কাশেম, মো. এমারত হোসেন, বাচ্চু মিয়া, আল শাহরিয়ার মাসুদ ও আমছের মিয়া জানান, মুক্তিযোদ্ধা জাবেদ আলী এক যুগ ধরে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি করছেন।

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, জাবেদ আলী একজন সত্যিকারের মুজিব সৈনিক। তিনি স্পষ্টবাদী ও সব সময় ন্যায়ের পক্ষে থাকেন। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত