Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএর সামনে শ্রমিকদের অবস্থান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩০
বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএর সামনে শ্রমিকদের অবস্থান

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তুরাগ এলাকায় বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে চার শতাধিক শ্রমিক অবস্থান নেন।

জানা গেছে, আন্দোলনরত শ্রমিকেরা আশুলিয়ার নেক্সট জেনারেশন নামের একটি পোশাক কারখানায় কাজ করেন।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু মালিকপক্ষ তাঁদের বেতন দিচ্ছে না। তাই তাঁরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

এদিকে শ্রমিকদের অবস্থানকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

অবস্থানরত সেনা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা জানিয়েছেন, আশুলিয়ার নেক্সট জেনারেশন নামের একটি পোশাক কারখানার ৪০০ থেকে ৫০০ শ্রমিক দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান করছেন। কারখানাটির ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত