Ajker Patrika

ছাদে গাঁজা চাষ: চিকিৎসক ছেলেসহ বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৪
ছাদে গাঁজা চাষ: চিকিৎসক ছেলেসহ বাবা গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় ছাদে গাঁজাগাছের চাষ করার অভিযোগে এক চিকিৎসকসহ দুজনকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাজি আব্দুল ওহাব (৬৬) এবং তাঁর ছেলে দন্তচিকিৎসক মাহমুদুল হাসান (২৯)। 

আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার একটি আবাসিক ভবনের ছাদবাগানের আড়ালে লুকিয়ে লাগানো গাঁজার গাছসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।

মধুসূদন দাস বলেন, বাবা-ছেলে মিলে নিজেদের বাড়ির ছাদে দুটি প্লাস্টিকের বালতিতে গাঁজার গাছ লাগিয়ে ছিলেন।

গ্রেপ্তার হওয়া বাবা-ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, দীর্ঘদিন বাবা-ছেলে মিলে গাঁজাগাছ চাষ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে ডেমরা থানায় একটি মামলা করা হয়েছে। পরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত