Ajker Patrika

আজও অবরুদ্ধ নগর ভবন, ব্যাহত কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২৫, ১২: ৪২
ষষ্ঠ দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
ষষ্ঠ দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি। বরাবরের মতো আজও নগর ভবনের সামনের সড়কে বসে অবরোধ করেছেন ইশরাক সমর্থকেরা। বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও সেবা।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলে দলে নগর ভবনের সামনে জড়ো হন তাঁরা। একপর্যায়ে প্রধান ফটকের সামনে বানানো মঞ্চ থেকে দেওয়া স্লোগানের সঙ্গে সংহতি জানিয়ে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা।

ষষ্ঠ দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
ষষ্ঠ দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় ‘আসিফের চামড়া, তুলে নেব আমরা’, ‘আসিফের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন।

ইশরাক হোসেনকে সমর্থন দিতে আসা বিএনপি নেতা-কর্মীরা জানান, ‘জনতার মেয়র ইশরাক ভাইকে অতি দ্রুত শপথ দিতে হবে। তার আগ পর্যন্ত নগর ভবন অচল থাকবে।’

তাঁরা আরও জানান, তাঁদের এই দাবি শিগগিরই মেনে না নেওয়া হলে, তাঁরা কঠিন থেকে কঠিন কর্মসূচি হাতে নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত