Ajker Patrika

চিত্রশিল্পী মোস্তাফিজুল হকের ৬৮তম জন্মদিনে শিল্পী–সহকর্মীদের শুভেচ্ছা

চিত্রশিল্পী মোস্তাফিজুল হকের ৬৮তম জন্মদিনে শিল্পী–সহকর্মীদের শুভেচ্ছা

শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিশুচিত্র বিশেষজ্ঞ শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকের ৬৮ তম জন্মদিন উদ্‌যাপন করেছে সুধীসমাজ। 

প্রিয় শিল্পীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন প্রখ্যাত শিল্পী রফিকুন নবী, হাসেম খান, আবুল বারাক আলভি, শিশির ভট্টাচার্য, সংগীত শিল্পী ফরিদা পারভিন, আফজাল হোসেন, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, ব্যারিস্টার নাহিদ মোহতা ও কনকচাঁপা চাকমাসহ প্রখ্যাত শিল্পী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং গুণগ্রাহীরা। 

শিল্পীর জন্মদিন উপলক্ষে গত ১৮ এপ্রিল ধানমন্ডির গ্যালারী চিত্রকে সেন্টার ফর চাইল্ড ক্রিয়েটিভিটি এক সুধী সমাবেশের আয়োজন করে। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক এন. কে. কায়কোবাদ রানা ও গ্যালারি চিত্রকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন উপস্থিত অতিথি ও শিল্পীর পরিবারের সদস্যরা। 

জন্মদিনে শিল্পীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত–মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ডা. আহসানুল কবির, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই-আলমসহ ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি, কর্মকর্তা ও কর্মচারীরা। 

বাংলাদেশে চিত্রকলা জগতে সুপরিচিত এই শিল্পী ১৯৫৭ সালের ১৮ এপ্রিল বাগেরহাট জেলার রামপালে জন্মগ্রহণ করেন। সম্প্রতি শিশু চিত্রাঙ্কন বিশেষজ্ঞ হিসেবে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত