নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও প্রজন্ম ’৭১-এর ৩০ বছর উপলক্ষে 'মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়' শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ৩০ বছরই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হয়নি জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, 'আমি অনেকের কাছে আহ্বান জানিয়েছি, আপনাদের কারও কাছে যদি প্রাথমিক তালিকা থাকে, সেটা ধরে কাজ করব। কিন্তু এখানে যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে। তবে আশা করছি আগামী ২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রণয়ন করতে পারবে।'
এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, 'এমন অনেকেই আছেন, যাঁদের বুদ্ধিজীবী বলা যায় না। স্বাধীনতার সপক্ষের মন-মানসিকতা থেকে থাকে বা প্রকাশ করে থাকে তাহলে তাঁকে বলব। শুধু লেখাপড়া জানলে, পণ্ডিত মানুষ হলেই বুদ্ধিজীবী বলা যায় না। যে তালিকা আছে, সে অনুযায়ী তাঁর ব্যাপারে খোঁজ নেব, কারা তাঁকে চেনে, তাঁর কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে।'
অনেকেই পাকিস্তানিদের সমর্থন দিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেছে। তাদের শহীদ বলা যাবে কি না—এমন প্রশ্ন করে মন্ত্রী বলেন, ‘শহীদ হতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করে আমরা জাতি হিসেবে কলঙ্কমুক্ত হতে চাই। এই তালিকা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা দায়মুক্ত হব না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চাই। সবার কাছে অনুরোধ করব, কারও কাছে যদি কোনো তথ্য থাকে তা দিয়ে সহযোগিতা করার জন্য ৷ যেকোনো ব্যাপারেই সঠিক তথ্য যদি না থাকে, দালিলিক কোনো প্রমাণ না থাকে, তাহলে এটা খুবই লজ্জা ও দুঃখজনক।’
প্রজন্ম ’৭১-এর সভাপতি আসিফ মনির তন্ময়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, লেখক ও ব্লগার মারুফ রসুল প্রমুখ।
আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও প্রজন্ম ’৭১-এর ৩০ বছর উপলক্ষে 'মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়' শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ৩০ বছরই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হয়নি জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, 'আমি অনেকের কাছে আহ্বান জানিয়েছি, আপনাদের কারও কাছে যদি প্রাথমিক তালিকা থাকে, সেটা ধরে কাজ করব। কিন্তু এখানে যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে। তবে আশা করছি আগামী ২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রণয়ন করতে পারবে।'
এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, 'এমন অনেকেই আছেন, যাঁদের বুদ্ধিজীবী বলা যায় না। স্বাধীনতার সপক্ষের মন-মানসিকতা থেকে থাকে বা প্রকাশ করে থাকে তাহলে তাঁকে বলব। শুধু লেখাপড়া জানলে, পণ্ডিত মানুষ হলেই বুদ্ধিজীবী বলা যায় না। যে তালিকা আছে, সে অনুযায়ী তাঁর ব্যাপারে খোঁজ নেব, কারা তাঁকে চেনে, তাঁর কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে।'
অনেকেই পাকিস্তানিদের সমর্থন দিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেছে। তাদের শহীদ বলা যাবে কি না—এমন প্রশ্ন করে মন্ত্রী বলেন, ‘শহীদ হতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করে আমরা জাতি হিসেবে কলঙ্কমুক্ত হতে চাই। এই তালিকা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা দায়মুক্ত হব না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চাই। সবার কাছে অনুরোধ করব, কারও কাছে যদি কোনো তথ্য থাকে তা দিয়ে সহযোগিতা করার জন্য ৷ যেকোনো ব্যাপারেই সঠিক তথ্য যদি না থাকে, দালিলিক কোনো প্রমাণ না থাকে, তাহলে এটা খুবই লজ্জা ও দুঃখজনক।’
প্রজন্ম ’৭১-এর সভাপতি আসিফ মনির তন্ময়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, লেখক ও ব্লগার মারুফ রসুল প্রমুখ।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৬ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৭ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৭ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৭ ঘণ্টা আগে