Ajker Patrika

২৬ মার্চ শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ০৩
২৬ মার্চ শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও প্রজন্ম ’৭১-এর ৩০ বছর উপলক্ষে 'মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়' শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। 

স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ৩০ বছরই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হয়নি জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, 'আমি অনেকের কাছে আহ্বান জানিয়েছি, আপনাদের কারও কাছে যদি প্রাথমিক তালিকা থাকে, সেটা ধরে কাজ করব। কিন্তু এখানে যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে। তবে আশা করছি আগামী ২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রণয়ন করতে পারবে।' 

এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, 'এমন অনেকেই আছেন, যাঁদের বুদ্ধিজীবী বলা যায় না। স্বাধীনতার সপক্ষের মন-মানসিকতা থেকে থাকে বা প্রকাশ করে থাকে তাহলে তাঁকে বলব। শুধু লেখাপড়া জানলে, পণ্ডিত মানুষ হলেই বুদ্ধিজীবী বলা যায় না। যে তালিকা আছে, সে অনুযায়ী তাঁর ব্যাপারে খোঁজ নেব, কারা তাঁকে চেনে, তাঁর কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে।' 

অনেকেই পাকিস্তানিদের সমর্থন দিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেছে। তাদের শহীদ বলা যাবে কি না—এমন প্রশ্ন করে মন্ত্রী বলেন, ‘শহীদ হতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করে আমরা জাতি হিসেবে কলঙ্কমুক্ত হতে চাই। এই তালিকা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা দায়মুক্ত হব না।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চাই। সবার কাছে অনুরোধ করব, কারও কাছে যদি কোনো তথ্য থাকে তা দিয়ে সহযোগিতা করার জন্য ৷ যেকোনো ব্যাপারেই সঠিক তথ্য যদি না থাকে, দালিলিক কোনো প্রমাণ না থাকে, তাহলে এটা খুবই লজ্জা ও দুঃখজনক।’ 

প্রজন্ম ’৭১-এর সভাপতি আসিফ মনির তন্ময়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, লেখক ও ব্লগার মারুফ রসুল প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত