নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল মানুষের বিপদে প্রকৃত বন্ধু ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘শেখ কামাল ছিলেন মানুষের বিপদে প্রকৃত বন্ধু। মাত্র ২৬ বছরের ক্ষুদ্র জীবনে কী করে যাননি তিনি। রাজনীতির রাজপথ থেকে শুরু করে খেলার মাঠ, নাট্যমঞ্চ থেকে যুদ্ধক্ষেত্র—সব যায়গায় রেখে গেছেন তাঁর মেধা ও সাহসের পরিচয়। তিনি দেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নতির যে সূচনা করেছিলেন, আজ তা সাফল্যের মুখ দেখছে।’
আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করার সময় ডিএনসিসির মেয়র এসব কথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র বলেন, ‘শেখ কামাল ছিলেন একজন তরুণ সংগঠক। ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন শেখ কামাল। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে তাঁকেও ঘাতকেরা হত্যা করে।’
দেশের ক্রীড়া অঙ্গনে শেখ কামাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তাঁর। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন বাংলাদেশ আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।’
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল মানুষের বিপদে প্রকৃত বন্ধু ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘শেখ কামাল ছিলেন মানুষের বিপদে প্রকৃত বন্ধু। মাত্র ২৬ বছরের ক্ষুদ্র জীবনে কী করে যাননি তিনি। রাজনীতির রাজপথ থেকে শুরু করে খেলার মাঠ, নাট্যমঞ্চ থেকে যুদ্ধক্ষেত্র—সব যায়গায় রেখে গেছেন তাঁর মেধা ও সাহসের পরিচয়। তিনি দেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নতির যে সূচনা করেছিলেন, আজ তা সাফল্যের মুখ দেখছে।’
আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করার সময় ডিএনসিসির মেয়র এসব কথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র বলেন, ‘শেখ কামাল ছিলেন একজন তরুণ সংগঠক। ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন শেখ কামাল। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে তাঁকেও ঘাতকেরা হত্যা করে।’
দেশের ক্রীড়া অঙ্গনে শেখ কামাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তাঁর। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন বাংলাদেশ আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।’
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
৪ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
৬ মিনিট আগেশেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।
১৫ মিনিট আগেবাসচালককে মারধর করার জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে কোনো বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস বন্ধই ছিল।
২২ মিনিট আগে