নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে শামিল শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অনেক বেড়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনে শাবিপ্রবি শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মূল চালিকাশক্তি শিক্ষা, উচ্চশিক্ষার অঙ্গন যতটা সুন্দর শান্তিপূর্ণ থাকবে তত ভালো। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হয়তো একসময় অনেক অস্থিরতা দেখেছি। কিন্তু গত চার বছর খুব শান্তিপূর্ণ ছিল। সেখানে সম্প্রতি পুলিশি অ্যাকশন ঘটেছে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী অনেকেই কমবেশি আহত হয়েছে। তারা কোন অবস্থায় কীভাবে সেখানে গেছে, সেটিও খতিয়ে দেখা দরকার। অভিযোগ থাকতে পারে, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্পন্ন করার ব্যবস্থাও আছে। এখন সেটি ভিন্ন দাবিতে পরিণত হয়েছে।’
উপাচার্যের পদত্যাগ দাবির প্রসঙ্গ সামনে আনলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের চাইতে গত চার বছরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সম্মান সুনাম নষ্ট হোক এটা কি কেউ চাইতে পারে? এখানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়া আরও কেউ জড়িত বা ইন্ধন আছে কি না, অন্য ব্যাপকতর কোনো মাত্রাও আছে কি না, আমরা জানি না।’
শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুলিশি অ্যাকশন দুঃখজনক। কিন্তু আর এর আগে অনেক বাড়াবাড়ি হয়েছে। শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে।’
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শাবিপ্রবির পাঁচ সদস্যের প্রতিনিধিদল ছিল। প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম রুবেল।
এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ডুয়েটের উপাচার্য হাবিবুর রহমান, ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে শামিল শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অনেক বেড়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনে শাবিপ্রবি শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মূল চালিকাশক্তি শিক্ষা, উচ্চশিক্ষার অঙ্গন যতটা সুন্দর শান্তিপূর্ণ থাকবে তত ভালো। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হয়তো একসময় অনেক অস্থিরতা দেখেছি। কিন্তু গত চার বছর খুব শান্তিপূর্ণ ছিল। সেখানে সম্প্রতি পুলিশি অ্যাকশন ঘটেছে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী অনেকেই কমবেশি আহত হয়েছে। তারা কোন অবস্থায় কীভাবে সেখানে গেছে, সেটিও খতিয়ে দেখা দরকার। অভিযোগ থাকতে পারে, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্পন্ন করার ব্যবস্থাও আছে। এখন সেটি ভিন্ন দাবিতে পরিণত হয়েছে।’
উপাচার্যের পদত্যাগ দাবির প্রসঙ্গ সামনে আনলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের চাইতে গত চার বছরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সম্মান সুনাম নষ্ট হোক এটা কি কেউ চাইতে পারে? এখানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়া আরও কেউ জড়িত বা ইন্ধন আছে কি না, অন্য ব্যাপকতর কোনো মাত্রাও আছে কি না, আমরা জানি না।’
শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুলিশি অ্যাকশন দুঃখজনক। কিন্তু আর এর আগে অনেক বাড়াবাড়ি হয়েছে। শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে।’
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শাবিপ্রবির পাঁচ সদস্যের প্রতিনিধিদল ছিল। প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম রুবেল।
এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ডুয়েটের উপাচার্য হাবিবুর রহমান, ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৩ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৩ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
৪ ঘণ্টা আগে