Ajker Patrika

নরসিংদীতে ১০ জনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৭: ২৫
নরসিংদীতে ১০ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৪৫ জনে। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। র‍্যাপিড অ্যান্টিজেনের এই পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদরে ৪ জন ও শিবপুর উপজেলায় ৬ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩১ শতাংশ। বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি ৪ জন। 

জেলায় মোট করোনা শনাক্ত ১৩ হাজার ৭৪৫ জনের মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৫১৯ জন, রায়পুরায় ৬৫৮ জন, বেলাবতে ৯০০ জন, মনোহরদীতে ৯৪৫ জন, শিবপুরে ১ হাজার ৮৭৩ জন ও পলাশ উপজেলায় ১ হাজার ৮৫০ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯৪ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৬ হাজার ৫৪০টি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত