Ajker Patrika

গারো সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গারো সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন মেয়র আতিক

গারো সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘সিটির মেয়র হিসেবে আপনাদের জানাতে চাই, ঢাকা শহরে আপনাদের সার্বিক নিরাপত্তার যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে সিটি করপোরেশনের দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে। সিটি করপোরেশন আপনাদের পাশে ২৪ ঘণ্টা থাকবে।’ 

আজ শনিবার বিকেলে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের মাঠে গারো সম্প্রদায়ের উৎসব ‘ঢাকা ওয়ানগালা ২০২৩’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ডিএনসিসি মেয়র বলেন, সিটি করপোরেশনের যে সকল হলগুলো আছে, সেখানে ওয়ানগালার অনুষ্ঠান করতে কোনো ধরনের পয়সা দেওয়া লাগবে না। আপনারা প্রোগ্রাম করবেন সেখানে এসি ভাড়া দিতে হবে না, হল ভাড়া দিতে হবে না, সম্পূর্ণ বিনা মূল্যে। 

বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের মাঠে গারো সম্প্রদায়ের উৎসব ‘ঢাকা ওয়ানগালা ২০২৩’ উদ্‌যাপন অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকাতিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে দিয়েছেন আমাদের ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। তাইতো আজকে এই সুন্দর পরিবেশে গারোরা ওয়ানগালা প্রোগ্রাম করছেন। যেখানে মাঠের একপাশে ওয়ানগালা অন্যপাশে পূজার উৎসব চলছে। 

গারো সম্প্রদায়ের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘করোনার সময় আপনারা ওয়ানগালারা সবাই দেখেছেন আমি প্রত্যেকের পাশে ছিলাম। আমাদের জাকির হোসেন বাবুল বলেছে কোন কোন জায়গায় আমাদের কী কী সমস্যা।’ 

এ সময় মেয়র আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে নিয়ে একটি সংগীত পরিবেশন করেন। দীপঙ্কর রিচিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ডিএনসিসির ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাকির হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত