মোট গ্রেপ্তার ১৩ জন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক বিদেশি মুদ্রা ব্যবসায়ীর কর্মচারীদের পরিকল্পনায় সৌদি রিয়াল ‘ডাকাতির’ ঘটনাটি ঘটে। এমনটিই জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, প্রাইভেট কারে থাকা ওই ব্যবসায়ীর এক কর্মচারী লাইভ লোকেশন শেয়ার করেন তাঁর সহযোগীদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ১০-১২ জন মুখোশ পরে ঘটনাস্থলে এসে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ ছিনিয়ে নিয়ে চলে যায়।
চার লাখের বেশি সৌদি রিয়ালসহ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ও ডিবি (গোয়েন্দা পুলিশ)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও চার লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এর আগেই এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আজ শুক্রবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত সোমবার বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কেন্দ্রীয় ঔষধাগারের সামনের যাত্রীছাউনির কাছে ডাকাতির এ ঘটনা ঘটে। গতকাল অভিযান চালিয়ে আরও ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মচারীরা বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে প্রাইভেট কারে করে উত্তরা যাচ্ছিলেন। পথে হঠাৎ মুখোশ পরা ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। অস্ত্রের মুখে ওই লাগেজটি ছিনিয়ে নেয় তারা।
লুট হওয়া অর্থের মধ্যে ছিল ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ আমিরাতি দিরহাম। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
ডাকাতির পরপরই পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে প্রাইভেট কারে থাকা ট্রাভেলসটির এক কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন।
তুহিনের বরাতে মুহাম্মদ তালেবুর জানান, তুহিন ও তাঁর কয়েকজন সহযোগী আগেই এ ডাকাতির পরিকল্পনা করেছিলেন। ঘটনার দিন তুহিন উবার প্রাইভেট কারে লাগেজসহ রওনা দিয়ে নিজের লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে সহযোগীদের পাঠান। সেই লোকেশন অনুসরণ করে অভিযুক্ত ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে যায়। পরে লুট করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে তারা আত্মগোপনে চলে যায়।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক বিদেশি মুদ্রা ব্যবসায়ীর কর্মচারীদের পরিকল্পনায় সৌদি রিয়াল ‘ডাকাতির’ ঘটনাটি ঘটে। এমনটিই জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, প্রাইভেট কারে থাকা ওই ব্যবসায়ীর এক কর্মচারী লাইভ লোকেশন শেয়ার করেন তাঁর সহযোগীদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ১০-১২ জন মুখোশ পরে ঘটনাস্থলে এসে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ ছিনিয়ে নিয়ে চলে যায়।
চার লাখের বেশি সৌদি রিয়ালসহ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ও ডিবি (গোয়েন্দা পুলিশ)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও চার লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এর আগেই এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আজ শুক্রবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত সোমবার বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কেন্দ্রীয় ঔষধাগারের সামনের যাত্রীছাউনির কাছে ডাকাতির এ ঘটনা ঘটে। গতকাল অভিযান চালিয়ে আরও ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মচারীরা বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে প্রাইভেট কারে করে উত্তরা যাচ্ছিলেন। পথে হঠাৎ মুখোশ পরা ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। অস্ত্রের মুখে ওই লাগেজটি ছিনিয়ে নেয় তারা।
লুট হওয়া অর্থের মধ্যে ছিল ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ আমিরাতি দিরহাম। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
ডাকাতির পরপরই পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে প্রাইভেট কারে থাকা ট্রাভেলসটির এক কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন।
তুহিনের বরাতে মুহাম্মদ তালেবুর জানান, তুহিন ও তাঁর কয়েকজন সহযোগী আগেই এ ডাকাতির পরিকল্পনা করেছিলেন। ঘটনার দিন তুহিন উবার প্রাইভেট কারে লাগেজসহ রওনা দিয়ে নিজের লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে সহযোগীদের পাঠান। সেই লোকেশন অনুসরণ করে অভিযুক্ত ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে যায়। পরে লুট করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে তারা আত্মগোপনে চলে যায়।
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতাকে ধরতে ক্লাবের বাইরে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে আটক করতে চিটাগাং ক্লাবের সামনে এই বিক্ষোভ চলছে।
১৯ মিনিট আগেবরিশালের বাবুগঞ্জে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানকারী দলের কনস্টেবলসহ তিনজন জখমের ঘটনায় মামলা হয়েছে। ডিবি পুলিশের এস আই মোহাম্মদ গোলাম আজাদ বাদী হয়ে আজ শুক্রবার বাবুগঞ্জ থানায় মামলাটি করেছেন।
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামসংলগ্ন ধলেশ্বরী নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে লাশটি উদ্ধ
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গায় তেলবাহী ট্যাংকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নারী, শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বন বিভাগের পাশে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনাস্থলে নিহত হন দুজন।
২ ঘণ্টা আগে