Ajker Patrika

নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে মো. সানি (৩৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট থানাধীন আইয়ুব আলী কলোনির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত সানি জানান, তিনি পরিবার নিয়ে আইয়ুব আলী কলোনিতে থাকেন এবং নিউমার্কেট বাজারে মাছের ব্যবসা করেন। নিউমার্কেট থানার কাঁচাবাজার ইউনিট বিএনপির সহসভাপতি তিনি।

সানি বলেন, রাতে কয়েকজন যুবক কলোনির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কোনো এক বাসার ওপর থেকে একজনের গায়ে থুতু পড়ে। এ বিষয় নিয়ে তাঁরা খুব উত্তেজিত হয়ে পড়েন। বিষয়টা মীমাংসার জন্য বাসার লোকজনকে ডাকা হয়। এ সময় আরও ৫-৭ জন যুবক এসে তর্ক শুরু করেন। একপর্যায়ে তাঁর বাঁ পাঁজরে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

সানির ধারণা, তাঁরা ঢাকা কলেজ থেকে এসেছিলেন, তবে কাউকে চিনতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেট এলাকা থেকে ওই ব্যক্তিকে স্বজনেরা আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তাঁর বাঁ পাঁজরে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত