অনলাইন ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসের প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দুপুরে সরেজমিন দেখা যায়, রাজধানীর শাহজাদপুর বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশ সদস্যরা। তাঁদের সঙ্গে রয়েছে এপিবিএন, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। রাস্তাটিতে যান চলাচল বন্ধ রয়েছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা হেঁটে চলাচল করছেন।
এ বিষয়ে গুলশান বিভাগ পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলায় ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে একটি সংগঠন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে। এরপর পরবর্তীতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ বেলা ২টার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ডাক দিয়েছে। এর পরিচিতিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির একটি ফটো কার্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ফটোকার্ডে দেখা যায়, বাংলাদেশ সিভিল সোসাইটি নামে সংগঠনটি ‘ভারতের আধিপত্যবাদী আচরণ ও আগরতলাস্থ বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা’র প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।
আজ বেলা ২টাই সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়। তবে বিকেল সাড়ে ৩টা নাগাদ ভারতীয় দূতাবাস এলাকায় সংগঠনটির কোনো লোকজন দেখা যায়নি।
এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসের প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দুপুরে সরেজমিন দেখা যায়, রাজধানীর শাহজাদপুর বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশ সদস্যরা। তাঁদের সঙ্গে রয়েছে এপিবিএন, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। রাস্তাটিতে যান চলাচল বন্ধ রয়েছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা হেঁটে চলাচল করছেন।
এ বিষয়ে গুলশান বিভাগ পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলায় ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে একটি সংগঠন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে। এরপর পরবর্তীতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ বেলা ২টার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ডাক দিয়েছে। এর পরিচিতিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির একটি ফটো কার্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ফটোকার্ডে দেখা যায়, বাংলাদেশ সিভিল সোসাইটি নামে সংগঠনটি ‘ভারতের আধিপত্যবাদী আচরণ ও আগরতলাস্থ বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা’র প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।
আজ বেলা ২টাই সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়। তবে বিকেল সাড়ে ৩টা নাগাদ ভারতীয় দূতাবাস এলাকায় সংগঠনটির কোনো লোকজন দেখা যায়নি।
এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।
৩ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলার আব্দুল গণি কলেজে নিয়োগ জালিয়াতির অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি শাহিনুর রহমান ওরফে বিপ্লব, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও শিক্ষক প্রতিনিধি আলমাস হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে‘আমি মা-বাবার পাপেট নই। আমাকে কেন গালি দেবে। আমাকে কেন শারীরিক-মানসিকভাবে হেনস্তা করবে। আমি আমার সুরক্ষা চাই।’ আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে মা-বাবাকে উদ্দেশ্য করে এ কথা বলেন মেহরীন আহমেদ নামের এক তরুণী।
১৭ মিনিট আগেমাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক।
২০ মিনিট আগে