Ajker Patrika

মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ ও কবি রফিক আজাদের বাড়ি ভাঙায় এমএসএফের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ ও কবি রফিক আজাদের বাড়ি ভাঙায় এমএসএফের নিন্দা

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ ও কবি রফিক আজাদের বাড়ি ভাঙার ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার সংস্থার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখে ঢাকায় ‘ফ্যাসিবাদের’ মুখাকৃতি বানানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পীর (মানবেন্দ্র ঘোষ) বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হলেও মানবেন্দ্র ঘোষ দাবি করেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মুখাকৃতি নয়।

এমএসএফ মনে করে, মিথ্যা অভিযোগে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক শ্রেণি স্বার্থান্বেষীর শক্তির ইন্ধনে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এমএসএফ দেশের সব নাগরিকের মৌলিক অধিকার, মানবিক মর্যাদার সুরক্ষা ও জানমালের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ এবং মানবেন্দ্র ঘোষের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে দ্রুততার সঙ্গে আইনানুগ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।

অপরদিকে কবি, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত রফিক আজাদের বরাদ্দ করা বাড়ির অংশবিশেষ গৃহায়ণ কর্তৃপক্ষ ভেঙে ফেলায় এমএসএফ ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন মনে করে, কবি রফিক আজাদের বাড়ি সংরক্ষণ করার উদ্যোগ না নিয়ে তা ভেঙে ফেলার চেষ্টা মানবাধিকারের পরিপন্থী। কবির স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণ করা হলে দেশের সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সংস্থাটি। পরিবারের নিরাপত্তা দেওয়াসহ কবির স্মৃতি সংরক্ষণ ও ধারণের জন্য বাড়িটির অংশবিশেষ স্থায়ী বন্দোবস্তের উদ্যোগ নেওয়ার মাধ্যমে দেশের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার দাবি জানিয়েছে এমএসএফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত