Ajker Patrika

ভাটারা থানা পাহারায় বাংলাদেশ স্কাউটস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভাটারা থানা পাহারায় বাংলাদেশ স্কাউটস 

রাজধানীর ভাটারা থানা পাহারার দায়িত্ব পালন করছে বাংলাদেশ স্কাউটস। গতকাল সোমবার তাণ্ডবের পর আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুটি গ্রুপে বিভক্ত হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করছে তারা।

বাংলাদেশ স্কাউটসের সোলমেইড স্কুল অ্যান্ড কলেজের ইউনিট কমান্ডার শান্ত ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘থানার ভেতরে অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে। থানা যেহেতু অরক্ষিত আজ সকাল থেকে আমরা এখানে দায়িত্ব পালন করছি।’

ভাটারা থানা পাহারায় দায়িত্ব পালন করছে বাংলাদেশ স্কাউটস। ছবি: আজকের পত্রিকাশান্ত বলেন, মোট ৪০ জন স্কাউটস এখানে দায়িত্বে পালন করছে। আজ মঙ্গলবার থানার প্রবেশ পথ থেকে চারপাশে পুড়ে যাওয়া গাড়ির স্তূপ দেখা গেছে। থানার ভেতরেও রয়েছে ধ্বংসযজ্ঞের চিহ্ন।

থানা এলাকায় পুড়ে যাওয়া গাড়ি। ছবি: আজকের পত্রিকাএলাকাবাসী জানান, গতকাল বিকেল ৪টার দিকে হাজার হাজার মানুষ ভাটারা থানা আক্রমণ করলে প্রাণ রক্ষার্থে পালিয়ে যায় পুলিশ। এ সময় হামলাকারীরা পুলিশের অস্ত্র বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে জমা দিয়ে থানায় আগুন দেন। আগুনে থানার তিনতলা ভবনের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত