Ajker Patrika

বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৬: ২৬
বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা তিন যাত্রীকে গ্রেপ্তার করে কাস্টমস পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের এআরও সারোয়ার কবীর। তিনি জানান, এ ঘটনায় ওই তিন যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মশিউর রহমান রুবেল, মুন্সিগঞ্জ জেলার জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের আকবর হোসেন।

কাস্টমস কর্মকর্তা সারোয়ার কবীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে এমিরেটস এয়ারলাইনসে দুবাই থেকে আসা তিন যাত্রীকে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্ট, স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৩ কেজি ৬৭০ গ্রাম স্বর্ণের পেস্ট,৩টি স্বর্ণের বার এবং ৩০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

সারোয়ার কবীর আরও বলেন, গ্রেপ্তার হওয়া যাত্রীদের এসকর্ট করে বোর্ডিং ব্রিজ থেকে গ্রিন চ্যানেলে নিয়ে এসে আর্চওয়ে করা হয়। এ সময় তাঁদের শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তী সময়ে তাঁদের এক্স-রে করানো হলে রেকটামের ভেতর থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত