উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানের হাসান মাহমুদ কমপ্লেক্সের মালিক হাসান মাহমুদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেছেন ওই মার্কেটের ভাড়াটিয়া আনোয়ারা খানম ওরফে আলো।
গত রোববার দক্ষিণখান কাঁচাবাজারের ওই মার্কেটে রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সোমবার বি অ্যালার্ট সিকিউরিটি সার্ভিসের উপ মহাব্যবস্থাপক আলো বাদী হয়ে এ অভিযোগ করেন। অপরদিকে ওই মার্কেটের মালিক হাসান মাহমুদও বাদী হয়ে মারধরে অভিযোগে একই থানায় পাল্টা একটি অভিযোগ করেন।
আলোর অভিযোগ থেকে জানা যায়, ওই মার্কেট থেকে সিকিউরিটি অফিস ছেড়ে দেওয়ার জন্য মার্কেট নোটিশ দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে আলোর স্বামী ও সিকিউরিটি কোম্পানির এমডি রিয়াজুল হক, কর্মচারী তানভির, জাহিদ বিন সুলতান, শাকিল খান, শামিম শেখকে হাসান মাহমুদের অফিসে যেতে বলে। পরে রোববার রাত ১১টার দিকে সিকিউরিটি সার্ভিসের মহাব্যবস্থাপক রিয়াজুল হক সেখানে যাওয়ার পথে হাসান মাহমুদের নেতৃত্বে সিঁড়িতে ওত পেতে থাকা রুবেল মিয়া, আব্দুল মোতালেব, সাইফুল ইসলাম তাদের মারধর করতে করতে পঞ্চম তলার অফিসে নিয়ে যায়। অপরদিকে মার্কেটের মূল গেট তালা মেরে সেখানকার কর্মচারীরাসহ ওই লোকজন লাঠি-সোঁটা নিয়ে তাদের মারধর করে।
এ সময় তারা রিয়াজুল হকের গলায় থাকা একটি স্বর্ণের চেইন, হাতে থাকা ব্রেসলেট ও কর্মচারীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ওই মার্কেটের মালিক হাসান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিকিউরিটি কোম্পানির অফিস ছাড়াকে কেন্দ্র করে তাদের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
অপরদিকে বি-অ্যালার্ট সিকিউরিটি সার্ভিসের অফিসে গিয়ে এবং মোবাইলে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কেট মালিক ও বি-অ্যালার্ট সিকিউরিটি কোম্পানির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। পরে তারা উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীর দক্ষিণখানের হাসান মাহমুদ কমপ্লেক্সের মালিক হাসান মাহমুদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেছেন ওই মার্কেটের ভাড়াটিয়া আনোয়ারা খানম ওরফে আলো।
গত রোববার দক্ষিণখান কাঁচাবাজারের ওই মার্কেটে রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সোমবার বি অ্যালার্ট সিকিউরিটি সার্ভিসের উপ মহাব্যবস্থাপক আলো বাদী হয়ে এ অভিযোগ করেন। অপরদিকে ওই মার্কেটের মালিক হাসান মাহমুদও বাদী হয়ে মারধরে অভিযোগে একই থানায় পাল্টা একটি অভিযোগ করেন।
আলোর অভিযোগ থেকে জানা যায়, ওই মার্কেট থেকে সিকিউরিটি অফিস ছেড়ে দেওয়ার জন্য মার্কেট নোটিশ দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে আলোর স্বামী ও সিকিউরিটি কোম্পানির এমডি রিয়াজুল হক, কর্মচারী তানভির, জাহিদ বিন সুলতান, শাকিল খান, শামিম শেখকে হাসান মাহমুদের অফিসে যেতে বলে। পরে রোববার রাত ১১টার দিকে সিকিউরিটি সার্ভিসের মহাব্যবস্থাপক রিয়াজুল হক সেখানে যাওয়ার পথে হাসান মাহমুদের নেতৃত্বে সিঁড়িতে ওত পেতে থাকা রুবেল মিয়া, আব্দুল মোতালেব, সাইফুল ইসলাম তাদের মারধর করতে করতে পঞ্চম তলার অফিসে নিয়ে যায়। অপরদিকে মার্কেটের মূল গেট তালা মেরে সেখানকার কর্মচারীরাসহ ওই লোকজন লাঠি-সোঁটা নিয়ে তাদের মারধর করে।
এ সময় তারা রিয়াজুল হকের গলায় থাকা একটি স্বর্ণের চেইন, হাতে থাকা ব্রেসলেট ও কর্মচারীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ওই মার্কেটের মালিক হাসান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিকিউরিটি কোম্পানির অফিস ছাড়াকে কেন্দ্র করে তাদের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
অপরদিকে বি-অ্যালার্ট সিকিউরিটি সার্ভিসের অফিসে গিয়ে এবং মোবাইলে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কেট মালিক ও বি-অ্যালার্ট সিকিউরিটি কোম্পানির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। পরে তারা উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এক বছর আগে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের যখন পতন হয়, তখন দেশের অর্থনীতি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনীতির সেই অবস্থায় কিছুটা স্থিতিশীলতা ফিরেছে বলে মনে করেন তিনি। এখন তিনি আশা করছেন, ‘আগামী জানুয়
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৬ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৭ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৭ ঘণ্টা আগে