Ajker Patrika

বাংলাদেশি জাহাজকে ‘টার্গেট’ করে হামলা হয়েছে, মনে করেন নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৪: ৪৭
বাংলাদেশি জাহাজকে ‘টার্গেট’ করে হামলা হয়েছে, মনে করেন নৌ প্রতিমন্ত্রী

যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’কে টার্গেট করে হামলা করা হয়েছে বলে মনে করছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে কোন পক্ষ বাংলাদেশের এই বাণিজ্যিক জাহাজে হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলার সমৃদ্ধির মালিকানা বিএসসির হলেও ডেনিশ কোম্পানি ডেলটা করপোরেশনের অধীনে সেটি ভাড়ায় চলছিল। গত ২৬ জানুয়ারি মুম্বাই বন্দর থেকে রওনা হয়ে তুরস্কের ইরেগলি হয়ে ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় জাহাজটি। গত বুধবার জাহাজের ব্রিজে একটি রকেট এসে পড়লে বিস্ফোরণে আগুন ধরে যায়। মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার নৌ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাণিজ্যিক জাহাজে আক্রমণ হওয়ার কথা না। এর পরেও আক্রমণ হয়েছে। জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ চলাচল সম্ভব নয়। জেনারেটরের সুবিধা আছে।’ 

নিহত হাদিসুর রহমানের মরদেহ জাহাজে সংরক্ষণ করা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘এখন জাহাজ থেকে নেমে গেলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি। মনে হচ্ছে টার্গেট করে হামলা হয়েছে। নাবিকদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।’ 

হাদিসুরের মরদেহ এবং অন্য নাবিকদের কবে নাগাদ দেশে ফেরানো যাবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এটা যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করবে। জাহাজে ২৯ জন নাবিক ছিলেন। এখন ২৮ জন বেঁচে আছেন। কে হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। যুদ্ধ চলছে, কার রকেট এসে পড়েছে বলা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত