Ajker Patrika

জামিন স্থগিত থাকল পাপিয়ার, আমানের শুনানি ১০ ডিসেম্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর ওরফে পাপিয়ার জামিন স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখা হয়েছে। শুনানি শেষে আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

এর আগে হাইকোর্ট পাপিয়াকে জামিন দিলে দুর্নীতি দমন কমিশন তা স্থগিত চেয়ে আবেদন করে। গত ২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত ৮ জানুয়ারি পর্যন্ত পাপিয়ার জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। তবে পাপিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে শুনানি এগিয়ে আনা হয় বলে জানান দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজা বহাল থাকা বিএনপি নেতা আমানউল্লাহ আমানের লিভ টু আপিল শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত